এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্বস্তি দিয়ে কাল থেকেই পথে নামছে বেসরকারি বাসও, আনলক ১ শুরু হতেই আরও পরিবহন রাজ্যে

স্বস্তি দিয়ে কাল থেকেই পথে নামছে বেসরকারি বাসও, আনলক ১ শুরু হতেই আরও পরিবহন রাজ্যে


চতুর্থ দফার লকডাউন শেষে এবার ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে জনজীবন। এতদিন করোনা ভাইরাসের কারণে লকডাউন চলায় সমস্ত রকম পরিবহন ব্যবস্থা বন্ধ ছিল। কিন্তু এবার অবশেষে বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হল। সূত্রের খবর, বাসে যতগুলো সিট, ততজন যাত্রী তোলার অনুমতি পাওয়ায় সোমবার থেকে কলকাতা, শহরতলি সহ জেলার বিভিন্ন রুটে বেসরকারি বাস চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী আটই জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই বাসগুলো চালানো হবে।

তবে যদি এই বাস চালানো নিয়ে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকে, তাহলে পরিষেবা চালু করা হবে বলে জানা যাচ্ছে। আর যদি ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়, তাহলে সেই বাস না চালানোর সিদ্ধান্ত নিতে পারে বেসরকারি বাস মালিক সংগঠনগুলো। জানা গেছে রবিবার বাস মালিকদের দুটি সংগঠন একটি বৈঠক করবে মূলত, প্রথম দিকে এই বেসরকারি বাসের মালিকদের জানিয়ে দেওয়া হয়েছিল যে, সামাজিক দূরত্বকে মেনে বাসে যাত্রী তুলতে হবে। সেদিক থেকে যতগুলো সিট ততজন যাত্রী না তোলায় কিভাবে পোষাবেন তারা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল নানা মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবার বাসে যতগুলো সিট, তত যাত্রী তোলা যাবে বলে জানানোর ফলে এখন বাস চালানোর সিদ্ধান্ত নিচ্ছে বেসরকারি বাস মালিকরা। এক্ষেত্রে কিছু সমস্যা থেকেই গেছে। কেননা একদিকে লকডাউন এবং অন্যদিকে ঈদের কারণে বহু বাসের চালক এবং কন্টাকটার তাদের বাড়িতে ফিরে গিয়েছেন। অন্যদিকে দীর্ঘদিন বাস না চলার কারণে কিছু মেরামতির কাজ প্রয়োজনীয়। সেদিক থেকে এই সমস্ত কাজ করে সোমবার থেকে বাস চালানো অনেকের পক্ষেই অসুবিধা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

তাই এই সমস্ত দিক মাথায় নিয়ে রোববার বৈঠক করে সোমবার থেকে বেসরকারি বাস মালিক সংগঠনগুলো কতগুলো বাস রাস্তায় নামাতে পারে, তার দিকে অবশ্যই নজর থাকবে সকলের। তবে যদি পরীক্ষামূলকভাবে এই বাস নামানোর পর তাদের লাভ সামনে না এসে শুধুমাত্র ক্ষতির অংক বাড়তে শুরু করে, তাহলে তারা ফের সরকারের কাছে ভাড়া বাড়ানোর চাপ বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন সোমবার রাজ্যের পরিবহন ব্যবস্থা সচল হওয়ার পর গোটা পরিস্থিতি কোন দিকে এগোয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!