আশঙ্কাজনক প্রিয়রঞ্জন দাশমুন্সি, উদ্বেগ রাজনৈতিক মহলে জাতীয় বিশেষ খবর রাজ্য November 17, 2017 হঠাৎ করেই তিনি যেন চলে গিয়েছিলেন অন্তরালে। ২০০৮ সালের ১০ অক্টোবর কংগ্রেসের দাপুটে নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি হৃদরোগে আক্রান্ত হন। ফলে দ্রুত তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমসে, কিন্তু তিনি কোমাচ্ছন্ন অবস্থায় চলে যান আর তাঁকে চিকিৎসকদের শত চেষ্টাতেও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায় নি। পরবর্তীকালে দিল্লিরই ইন্দ্রপ্রস্থ নার্সিংহোমে তাঁকে স্থানান্তরিত করা হয় আর বিগত নবছর সেটাই তাঁর ঠিকানা। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার উন্নতি করাতে তাঁর প্রিয়বিষয় গুলি (রবীন্দ্রসঙ্গীত শোনানো, টিভিতে ফুটবল খেলা দেখানো বা রাজনৈতিক ব্যক্তিত্বের ভাষণ শোনানো) নিয়ে নাড়াচাড়া করেছেন বহুবার, কিন্তু প্রিয়বাবু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া চিকিৎসকদের ফিরিয়ে দেননি আর কিছুই। সূত্র মারফত জানা যাচ্ছে, সেই প্রিয়রঞ্জন দাশমুন্সির শারীরিক অবস্থার হঠাৎ করে আরো অবনতি হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কেবিন থেকে তাঁকে ফের আইসিইউ তে স্থানান্তরিত করা হয়েছে। জানা গেছে বুকে সংক্রমণের জেরে প্রিয় বাবুর অবস্থা বেশ সংকটজনক, মেডিকেল বোর্ড গড়ে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই খবর সামনে আসতেই তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। প্রিয় বাবুর স্ত্রী দীপা দাশমুন্সি এখন দিল্লিতে তাঁর পাশেই আছেন। আপনার মতামত জানান -