এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিরুদ্ধে কি প্রচারে নামবেন বাবুল সুপ্রিয়? জেনে নিন তাঁর বক্তব্য

প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিরুদ্ধে কি প্রচারে নামবেন বাবুল সুপ্রিয়? জেনে নিন তাঁর বক্তব্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল তৃণমূলে যোগ দেবার পর আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাবুল সুপ্রিয়। যেখানে তাঁর দলবদলের কারণ যেমন তিনি জানিয়েছেন, তেমনই একাধিক প্রসঙ্গ তিনি উত্থাপন করেছেন। দিয়েছেন একাধিক প্রশ্নের উত্তর। ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সম্পর্কে একাধিক বক্তব্য রাখলেন বাবুল সুপ্রিয়। তিনি জানালেন প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের পরিবারকে তিনি চেনেন। তাঁর আইনি মামলা মামলা দেখাশোনা করতেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি একজন লড়াকু মেয়ে। তার সমস্ত মামলা লড়ে ছিলেন। বাবুল সুপ্রিয় জানালেন, মুখ্যমন্ত্রীর জন্য প্রচারের কোনো প্রয়োজন নেই। দলকে থেকে অনুরোধ করবেন, তাকে যেন বিরম্বনায় না ফেলা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাবুল সুপ্রিয় জানালেন, দল যেন তাকে কোনরকম বিরম্বনায় না ফেলে ভবানীপুরে প্রচারের নির্দেশ দিয়ে। প্রিয়াংকা টিব্রেওয়ালের সঙ্গে তার সম্পর্ক ভালো। ভবানীপুরের পার্থি হলে তাকে স্বাগত জানিয়েছিলেন বাবুল সুপ্রিয়। তিনি জানান, একজন আইনজীবী হিসেবে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল অসাধারণ। আবার, বাবুল সুপ্রিয়র নাম রাখা হয়েছিল প্রিয়াংকা টিব্রেওয়াল এর প্রচার তালিকাতে। তবে, তৃণমূলে যোগদান করেছেন বাবুল সুপ্রিয়। আবার প্রিয়াঙ্কা টিব্রেওয়াল নিজেই জানিয়েছেন যে, বাবুল সুপ্রিয়র সঙ্গে তার দাদা ও বোনের মতো সম্পর্ক। তাই বোনের বিরুদ্ধে নিশ্চয়ই প্রচারের আসবেন না বাবুল সুপ্রিয়। এমনটাই আশা করছেন তিনি।

সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী মুখ কি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এর উত্তরে বাবুল সুপ্রিয় জানালেন যে, এটাতো সত্যি কথা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর গণতন্ত্রতে বড় স্তম্ভ হলো বিরোধী রাজনীতি। বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী। আর চব্বিশে যা হবে, তা মানুষের সামনেই থাকবে। এটা তো সত্যি যে, বিরোধী নেতারাও মানেন তাঁকে। তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!