এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজনীতিতে যোগ দিয়েই বড় ‘প্রমোশন’, এবার একেবারে মুখ্যমন্ত্রী মুখ হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী

রাজনীতিতে যোগ দিয়েই বড় ‘প্রমোশন’, এবার একেবারে মুখ্যমন্ত্রী মুখ হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী


প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেই রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই মুহূর্তে। লোকসভা ভোটে তাঁর প্রার্থী হওয়া কংগ্রেসকে বাড়তি অক্সিজেন তো দিয়েছেই,তাছাড়া উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচনেও প্রিয়াঙ্কা গান্ধীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।

প্রিয়াঙ্কা গান্ধীর ভাবমূর্তিকে ব্যবহার করেই যোগী সরকারের মাটিতে ধ্বস নামাতে চাইছে উত্তরপ্রদেশ সরকার। কেন্দ্রের বিজেপি সরকার পতনের পাশাপাশি উত্তরপ্রদেশের ক্ষমতা থেকেও বিজেপিকে বনবাসে পাঠানোর পরিকল্পনা রয়েছে উত্তরপ্রদেশের হাত শিবিরের,এমনটাই খবর রয়েছে।

কংগ্রেস সূত্রের খবর,২০২২ এর বিধানসভা ভোটে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে মুখ্যমন্ত্রী পদে ভোটে নামাতে চায় উত্তরপ্রদেশ কংগ্রেস। ২০১৭ এর বিধানসভা ভোট কংগ্রেসের জন্যে ফলপ্রসূ ছিল না মোটেই। ৪০৩ টি আসনের মধ্যে কংগ্রেসের ভাগ্যে জুটেছিল মাত্র ৭ টি আসন। স্বাভাবিকভাবেই এতে মনোবল নষ্ট হয়ে গিয়েছিল উত্তরপ্রদেশ কংগ্রেস সংগঠনের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর জেরে কংগ্রেসের দুর্ভেদ্য ঘাঁটি রায়বরেলি এবং আমেঠিকেও ক্রমশ গ্রাস করতে শুরু করেছিল বিরোধীরা। এই প্রেক্ষিতে প্রিয়াঙ্কা গান্ধীকে দলের সাধারণ সম্পাদক পদে নিয়োগ করায় সেই হারানো উদ্যাম ফিরে পেয়েছেন উত্তরপ্রদেশের কংগ্রেসের কর্মী-সমর্থকরা,এমনটাই অভিমত বিশ্লেষকদের।

উল্লেখ্য,এদিন লক্ষৌতে রোড শো করার পাশাপাশি জেলাস্তরের পার্টি কর্মীদের নিয়ে বৈঠকও করে গেলেন প্রিয়াঙ্কা গান্ধী। সঙ্গে ছিলেন তাঁর দাদা অর্থাৎ জাতীয় কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী এবং মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত দফায় দফায় বৈঠক করেন প্রিয়াঙ্কা-রাহুল গান্ধী।

লখনউতে তিনদিন প্রচার কর্মসূচি রয়েছে প্রিয়াঙ্কা ও সিন্ধিয়ার। লোকসভা ভোটে পূর্ব উত্তর প্রদেশে যে ৪২ টি লোকসভা কেন্দ্রের দায়িত্বভার রয়েছে প্রিয়াঙ্কার কাঁধে তার মধ্যে উল্লেখযোগ্য দুটি কেন্দ্র হল নরেন্দ্র মোদীর শক্তিঘাঁটি বারাণসী ও যোগী আদিত্যনাথের দুর্গ গোরক্ষপুর।

কাজেই এসব বিজেপি প্রভাবিত কেন্দ্রে কংগ্রেসকে জেতানোর গুরু দায়িত্ব কাঁধে আসায় এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন প্রিয়াঙ্কা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে,১৯-এর লোকসভা ভোট প্রিয়াঙ্কা গান্ধীর জন্য অ্যাসিড টেস্টের মতো। আসল পরীক্ষা হল ২০২২ এর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!