এখন পড়ছেন
হোম > জাতীয় > হিংসা কবলিত প্রতি পরিবারকে ১০ লক্ষ টাকা করে পাঠিয়ে রাজনীতির ময়দান জমিয়ে দিলেন প্রিয়াঙ্কা

হিংসা কবলিত প্রতি পরিবারকে ১০ লক্ষ টাকা করে পাঠিয়ে রাজনীতির ময়দান জমিয়ে দিলেন প্রিয়াঙ্কা


লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির কাছে শুধু হারই হয় নি, সেই পরাজয়ের পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধীর পদত্যাগ ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে শূন্যতা যেন আরও দিশাহীন করে দিয়েছে কংগ্রেসে কর্মী-সমর্থকদের। এই পরিস্থিতিতে প্রিয়াঙ্কা গান্ধীর হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া শতাব্দী প্রাচীন এই দলটি। আর প্রিয়াঙ্কা গান্ধীও প্রতি পদে বুঝিয়ে দিচ্ছেন – কংগ্রেস নেতৃত্বে নতুন অক্সিজেন দিতেই এসেছেন তিনি।

কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং পূর্ব উত্তর প্রদেশের ইনচার্জ, প্রিয়াঙ্কা গান্ধী সোনভদ্রার উম্বাটা গ্রামে হিংসায় নিহতদের পরিবারগুলিকে নিজের দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করে জমিয়ে দিলেন রাজনীতির ময়দান। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির সেক্রেটারি বাজিরাও খাড়ে সহ অন্যান্য নেতাদের সেখানে পাঠিয়েছিলেন, যাঁরা প্রতিটি নিহতের পরিবারকে দশ লক্ষ টাকা তুলে দিয়েছেন। এছাড়া গুরুতরভাবে আহত নয়জনকে এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী টুইট করেছেন, “সোনভদ্রায় গণহত্যার পরে আমার চেষ্টা ছিল সেখানকার লোকদের কণ্ঠস্বর শুনতে। তাঁরা বুঝতে পেরেছিলেন যে তাঁরা একা নন, মানুষ তাঁদের সাথে আছে।” তিনি আরও বলেন, “আমি সেই দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছিলাম এবং আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছিলাম। আজকে কংগ্রেসের নেতারা উম্বা গ্রামে যান এবং আর্থিক সহায়তার চেক আক্রান্তদের হাতে তুলে দেন।”

প্রসঙ্গত, গত ১৭ ই জুলাই, উত্তর প্রদেশের সোনভদ্রার উম্বা গ্রামে, গ্রামপ্রধান ও তাঁর সঙ্গীদের উস্কানিতে, অস্ত্র নিয়ে একদল জনতা গ্রামবাসীদের আক্রমণ করেছিল বলে অভিযোগ উঠেছিল। যে ঘটনায় ১০ জন মারা গিয়েছিলেন। পরে প্রিয়াঙ্কা গান্ধী নিজে সেখানে যেতে গেলে, তাঁকে আটক করে চুনার দুর্গে নিয়ে যায় যোগী-প্রশাসন। কিন্তু, উত্তরপ্রদেশের রাজনীতিতে, তিনি যে এত সহজে গেরুয়া শিবিরকে জায়গা ছেড়ে দেবেন না ক্রমশ স্পষ্ট করছেন কংগ্রেসের বল-ভরসা প্রিয়াঙ্কা গান্ধী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!