প্রিয়াঙ্কা গান্ধী থেকে মমতা ব্যানার্জি – বিজেপি মন্ত্রীর “কুরুচিকর” আক্রমণ ঘিরে শুরু তীব্র বিতর্ক কলকাতা জাতীয় রাজ্য March 19, 2019 লোকসভা নির্বাচনের আগে যখন রাজনৈতিক তরজা ব্যস্ত শাসক-বিরোধী দুই শিবির, ঠিক তখনই অশালীন মন্তব্য করে বিতর্কে জড়ালেন কেন্দ্রের সংস্কৃতি ও পরিবেশ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী মহেশ শর্মা। একদিকে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী আবার অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ান বিজেপির এই মন্ত্রী। আর লোকসভা নির্বাচনের মরসুমে বিজেপি মন্ত্রীর এহেন মন্তব্যকে ঘিরেই এখন সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। সূত্রের খবর, শনিবার উত্তরপ্রদেশের এক জনসভা থেকে দেশে তৈরি হওয়া বিজেপি বিরোধী মহাজোট সম্পর্কে কটাক্ষ করেন মহেশ শর্মা। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সেখানেই তিনি বলেন, “যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে কত্থক নাচেন, তাহলে তাকে কে দেখতে আসবে! যদি দেবেগৌড়া এখানে বাঁশি বাজান এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী গান করেন তাহলে তা কে শুনতে আসবে! তাই এবারে নরেন্দ্র মোদীই ফের প্রধানমন্ত্রী হবেন।” তবে শুধু কর্নাটকের মুখ্যমন্ত্রী বা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নয়, এদিন বিজেপির মন্ত্রী মহেশ শর্মার অশালীন আক্রমণ ধেয়ে এসেছে সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধীর দিকেও। প্রথমেই রাহুল গান্ধীকে পাপ্পু বলে অভিহিত করে মহেশ শর্মা বলেন, “পাপ্পু বলেছেন তিনি প্রধানমন্ত্রী হতে চান। তাহলে মায়াবতী, অখিলেশ, যাদব, পাপ্পু আর এখনতো পাপ্পু কি পাপ্পি চলে এসছে।” বস্তুত, এখানে পাপ্পি বলে সোনিয়া কন্যা প্রিয়াংকাকেই অভিহিত করেছেন বিজেপির এই মন্ত্রী। আর এরপরই তিনি বলেন, “পাপ্পি কি আগে দেশের মেয়ে ছিলেন না! কংগ্রেসের মেয়ে ছিলেন না, নাকি সোনিয়া গান্ধীর মেয়ে ছিলেন না! তাহলে উনি নতুন কি আনলেন!” এদিকে সদ্য রাজনীতিতে আসা কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে বিজেপির মন্ত্রী মহেশ শর্মার এহেন মন্তব্যে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী মহাজোটে অংশগ্রহণকারী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক নেতা নেত্রীর প্রতি অশালীন আক্রমণ করা সেই বিজেপি মন্ত্রী মহেশ শর্মার বিরুদ্ধে এখন সরব রাজনৈতিক মহলের একাংশ। আপনার মতামত জানান -