এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রিয় বন্ধু এক্সক্লুসিভ এক্সিট পোল – আমাদের সমীক্ষা অনুযায়ী কি হতে চলেছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল?

প্রিয় বন্ধু এক্সক্লুসিভ এক্সিট পোল – আমাদের সমীক্ষা অনুযায়ী কি হতে চলেছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল?


আসন্ন লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন কার্যত সেমিফাইনাল সকল রাজনৈতিক দলগুলির কাছে। গতকাল সেই নির্বাচনের শেষ পর্বের ভোটগ্রহণ ছিল। নির্বাচন কমিশনের নির্দেশানুসারে এতদিন এর কোন সমীক্ষা প্রকাশ করা সম্ভব ছিল না।

কিন্তু, গতকাল বিকেল ৫:৩০ টায় সেই বিধি নিষেধ উঠে যাওয়ার পর প্রায় সকল সর্বভারতীয় সংবাদমাধ্যম নিজেদের এক্সিট পোল নিয়ে উপস্থিত হয়। আমরা একে একে সেই সকল এক্সিট পোলের পুঙ্খানুপুঙ্খ হিসাব তুলে ধরি আপনাদের সামনে।

কিন্তু এরপরেই বহু পাঠক আমাদের কাছে ব্যক্তিগতভাবে জানতে চান আমরা কবে এই এক্সিট পোল দেব। যেহেতু আমরা অত্যন্ত ছোট সংস্থা এবং আমাদের লোকবল ও অর্থবল – দুইয়েরই প্রবল অভাব। তাই, গতকাল আমরা এই এক্সিট পোল প্রকাশ করতে পারি নি।

আমাদের নির্বাচনোত্তর ডাটা সংগ্ৰহ করে তা ঠিকঠাক ফরম্যাটে বসতেই গতকাল মধ্যরাত পেরিয়ে যায়। এরপর সেই সংগৃহিত দাতার উপর আমাদের সমীক্ষক দল বাকি রাত কাজ করে প্রয়োজনীয় হিসাব সমাপ্ত করে। আমাদের করা সমীক্ষা অনুযায়ী পাঁচ রাজ্যের ফলাফল হতে পারে নিম্নরূপ –

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

রাজ্যের নাম – মধ্যপ্রদেশ
মোট আসন – ২৩০
ফলাফল ঘোষণা হবে – ২৩০
সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার – ১১৬
ক্ষমতায় ছিল – বিজেপি
বিজেপি – ১২৬
কংগ্রেস – ৯৮
বিএসপি – ২
অন্যান্য – ৪
মূল কথা – লড়াই হাড্ডাহাড্ডি হলেও ক্ষমতা ধরে রাখতে চলেছে বিজেপি

রাজ্যের নাম – রাজস্থান
মোট আসন – ২০০
ফলাফল ঘোষণা হবে – ১৯৯
সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার – ১০০
ক্ষমতায় ছিল – বিজেপি
কংগ্রেস – ১১২
বিজেপি – ৭৬
অন্যান্য – ১১
মূল কথা – কাহামাতা হারাতে চলেছে বিজেপি, ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস, কিন্তু লড়াই হবে হাড্ডাহাড্ডি

রাজ্যের নাম – ছত্তিশগড়
মোট আসন – ৯০
ফলাফল ঘোষণা হবে – ৯০
সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার – ৪৬
ক্ষমতায় ছিল – বিজেপি
বিজেপি – ৫৬
কংগ্রেস – ৩১
অন্যান্য – ৩
মূল কথা – বেশ কিছু আসনে ‘ক্লোজ ফাইট’ হলেও শেষ অবধি ক্ষমতা ধরে রাখতে চলেছে বিজেপি এবং বিরোধী কংগ্রেসের থেকে অনেকটা এগিয়ে থেকেই

রাজ্যের নাম – তেলেঙ্গানা
মোট আসন – ১১৯
ফলাফল ঘোষণা হবে – ১১৯
সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার – ৬০
ক্ষমতায় ছিল – তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস)
টিআরএস – ৭৪
কংগ্রেস – ২৯
বিজেপি – ৭
অন্যান্য – ৯
মূল কথা – খুব সহজেই ক্ষমতা ধরে রাখতে চলেছে টিআরএস, টিডিপি-কংগ্রেস জোট কিছু আসনে বেগ দিয়ে ছিনিয়ে নিলেও ক্ষমতা দখলের থেকে অনেক দূরে

রাজ্যের নাম – মিজোরাম
মোট আসন – ৪০
ফলাফল ঘোষণা হবে – ৪০
সংখ্যাগরিষ্ঠতার জন্যে দরকার – ২১
ক্ষমতায় ছিল – কংগ্রেস
এমএনএফ – ২২
কংগ্রেস – ১৫
অন্যান্য – ৩
মূল কথা – ক্ষমতাচ্যুত হতে চলেছে কংগ্রেস, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্ষমতাসীন হতে চলেছে এনডিএ জোট শরিক

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!