এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিগ ব্রেকিং – বাংলায় বিজেপির প্রার্থী তালিকা, আপাতত সিলমোহর এই ১৯ টি নামে

বিগ ব্রেকিং – বাংলায় বিজেপির প্রার্থী তালিকা, আপাতত সিলমোহর এই ১৯ টি নামে


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর কেটে গেছে ১১ টি দিন – কিন্তু এখনও প্রকাশ্যে আসে নি বিজেপির প্রাথী তালিকা – যা নিয়ে রীতিমত জল্পনা শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। অবশেষে, বিজেপির প্রার্থী তালিকা কিছুটা হলেও তৈরী – তবে তা এখনই প্রকাশিত হচ্ছে না, হবে আগামী দু-একদিনের মধ্যে। যদিও এই ১৯ টি নামের বাইরে আরও ৮ টি নাম ঠিক হয়ে গেছে – যা এই মুহূর্তে টেকনিক্যাল কারণে প্রকাশ্যে আনা যাচ্ছে না। গোপন সূত্রের খবর বাকি ১৫ টি নামও আজকের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। বিজেপির সেই ১৯ টি নামের গোপন তালিকা এক্সক্লুসিভলি শুধুমাত্র প্রিয় বন্ধু মিডিয়ার হাতে – আসুন দেখে নেওয়া যাক, কে কোন কেন্দ্র থেকে বিজেপির টিকিট পেতে চলেছেন বলে সাম্ভাব্য ভাবে জানা গেছে –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১. কুচবিহার – নিশীথ প্রামানিক
২. আলিপুরদুয়ার – মনোজ টিগ্গা
৩. রায়গঞ্জ – দেবশ্রী চৌধুরী
৪. মালদা উত্তর – খগেন মুর্মু
৫. মালদা দক্ষিণ – শ্রীরূপা মিত্র চৌধুরী

৬. ব্যারাকপুর – অর্জুন সিং
৭. বারাসত – শাসকদলের এক বর্তমান বিধায়ক
৮. দমদম – শমীক ভট্টাচার্য
৯. যাদবপুর – অনুপম হাজরা
১০. কলকাতা দক্ষিণ – চন্দ্রকুমার বসু

১১. কলকাতা উত্তর – রাহুল সিনহা
১২. হাওড়া – জয় বন্দ্যোপাধ্যায়
১৩. হুগলি – লকেট চট্টোপাধ্যায়
১৪. মেদিনীপুর – দিলীপ ঘোষ
১৫. ঘাটাল – ভারতী ঘোষ

১৬. ঝাড়গ্রাম – পার্শ্ববর্তী রাজ্যের এক হেভিওয়েট নেতা
১৭. বিষ্ণুপুর – সৌমিত্র খাঁ
১৮. আসানসোল – বাবুল সুপ্রিয়
১৯. বীরভূম – দুধকুমার মন্ডল

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!