ভারতের ওপিনিয়ন – প্রিয় বন্ধুর সমীক্ষা অনুযায়ী দক্ষিণ ভারতের ১২৯ আসনের সাম্ভাব্য ফলাফল – জাতীয় বিশেষ খবর ভোটের সমীক্ষা April 10, 2019 আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে প্রিয় বন্ধু মিডিয়ার তরফে আসন ধরে ধরে বাংলার ৪২ টি আসনের সাম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আর এবার পালা ভারতের ৫৪৩ আসনের – আমাদের সমীক্ষক দল প্রতিটি রাজ্যে সমীক্ষা চালিয়ে যে সাম্ভাব্য ফলাফলের আভাস তুলে এনেছে তা আপনাদের সামনে আজ সারাদিনে তুলে ধরা হবে। বিধিবদ্ধ সতর্কীকরণ – এই সমীক্ষা কোনোমতেই নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রচারিত নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন ভারতবাসী কি ভাবছেন তার একটা আভাস তুলে আনার প্রচেষ্টা মাত্র। এই সমীক্ষায় যে যে বিষয়গুলি রয়েছে – ১. সমীক্ষার কাল – ৩১ শে মার্চ থেকে ৬ ই এপ্রিল, ২০১৯ ২. প্রতিটি রাজ্যের অন্তত ১০% লোকসভা আসনে এই সমীক্ষা চালানো হয়েছে ৩. বাংলা বাদে সারা ভারতের মোট ৫০ হাজার মানুষের উপর এই সমীক্ষা করা হয়েছে (বাংলায় সমীক্ষা আলাদা ভাবে করা হয়েছে) আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এখন দক্ষিণ ভারতের মোট ১২৯ টি আসনের সমীক্ষার সাম্ভাব্য ফলাফল – ১. অন্ধ্রপ্রদেশ মোট আসন – ২৫ এনডিএ – ০ ইউপিএ – ০ অন্যান্য – ২৫ ২. কর্ণাটক মোট আসন – ২৮ এনডিএ – ১৫ ইউপিএ – ১৩ অন্যান্য – ০ ৩. কেরালা মোট আসন – ২০ এনডিএ – ৩ ইউপিএ – ৯ অন্যান্য – ৮ ৪. তামিলনাড়ু মোট আসন – ৩৯ এনডিএ – ১২ ইউপিএ – ২৫ অন্যান্য – ২ ৫. তেলেঙ্গানা মোট আসন – ১৭ এনডিএ – ০ ইউপিএ – ০ অন্যান্য – ১৭ সমগ্র দেশের পরিপ্রেক্ষিতে – মোট আসন – ৫৪৩ এখনও পর্যন্ত প্রকাশিত সমীক্ষা – ২০৫ এনডিএ – ৮০ ইউপিএ – ৬৭ অন্যান্য – ৫৮ আপনার মতামত জানান -