এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রিয়রঞ্জন দাশমুন্সির পূর্ণায়ব মূর্তি উদ্বোধন তৃণমূলের, অনুষ্ঠানে ব্রাত্য প্রিয়র স্ত্রী দীপা দাশমুন্সি ও কংগ্রেস বিধায়ক!

প্রিয়রঞ্জন দাশমুন্সির পূর্ণায়ব মূর্তি উদ্বোধন তৃণমূলের, অনুষ্ঠানে ব্রাত্য প্রিয়র স্ত্রী দীপা দাশমুন্সি ও কংগ্রেস বিধায়ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তর দিনাজপুর তথা সমগ্র উত্তরবঙ্গের অত্যন্ত প্রভাবশালী ও জনপ্রিয় নেতা ছিলেন রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি। গত, ২০১৭ সালের ২০ সে নভেম্বর তাঁর মৃত্যু হয়। গত ২০১৮ সালের ২০ সে নভেম্বর তাঁর প্রথম প্রয়াণ বার্ষিকীতে তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে প্রিয়রঞ্জন দাশমুন্সির একটি মূর্তি স্থাপনের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা মতো গতকাল শুক্রবার দুপুরে রায়গঞ্জ এর শিলিগুড়ি মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক ও রায়গঞ্জ- বালুরঘাট রাজ্য সড়কের সংযোগস্থলে প্রিয়রঞ্জন বাবুর একটি পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করা হলো রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে।

প্রিয়রঞ্জন বাবুর এই পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন করলেন তৃণমূল নেতা চিত্তরঞ্জন রায়, পূর্বে যিনি রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক ছিলেন। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান ও সেইসঙ্গে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল মুখপাত্র সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধানশিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায়, রায়গঞ্জ সদরের ডিএসপি রিপন বাউল প্রমুখরা।

কিন্তু আশ্চর্যজনক ভাবে গতকাল প্রাক্তন কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না প্রিয়রঞ্জন দাশমুন্সির স্ত্রী ও রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি এবং রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। তাঁদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে পুরপ্রধান সন্দীপ বিশ্বাস এর বক্তব্য, ‘‘দীপা দাশমুন্সি ফোন ধরেননি। পুরসভার পক্ষে দিল্লিতে গিয়ে তাঁকে আমন্ত্রণ জানানো সম্ভব নয়। আর মোহিতবাবু প্রিয়বাবুর আদর্শ না মেনে সিপিএমের সঙ্গে জোট করে বিধায়ক নির্বাচিত হয়েছেন। তাই তাঁকে আমন্ত্রণ জানানোর প্রশ্নই ওঠে না।’’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত এই অনুষ্ঠানে তাঁর আমন্ত্রণ না পাবার বিষয়ে জানালেন যে, প্রিয়রঞ্জন দাশমুন্সি একাধারে ১৯৯৯ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক ছিলেন। মোহিত বাবুর অভিযোগ তাঁর স্ত্রী দীপা দাশমুন্সি ও তাঁকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ না জানিয়ে তৃণমূল কংগ্রেস পুরসভাকে রাজনৈতিক উদ্যেশ্যেই ব্যবহার করল। তাঁর অভিযোগ বিধানসভা নির্বাচনে জনপ্রিয় নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির নাম ভাঙ্গিয়ে নির্বাচনে জয়লাভের উদেশ্যেই তৃণমূলের দুর্নীতি পরায়ন নেতারা তাঁর এই মূর্তি উদ্বোধন করেছেন।

এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব সম্পর্কে তাঁর কটাক্ষ, ” যাঁরা রায়গঞ্জে প্রিয়বাবুর স্বপ্ন এমসের ধাঁচে হাসপাতাল হতে দেননি, তাঁদের এই মূর্তি উদ্বোধন করা মানায় না।’’ অন্যদিকে কংগ্রেস বিধায়কের এই বক্তব্যের প্রত্যুত্তরে পুরপ্রধান সন্দীপ বিশ্বাস জানালেন, ” মোহিতরাই একসময় রায়গঞ্জে প্রিয়বাবুকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিয়েছিলেন। তাই তাঁদের মুখে এ সব কথা মানায় না।” এভাবে প্রিয়রঞ্জন বাবুর মূর্তি প্রতিষ্ঠা নিয়ে কাজিয়ায় জড়াল কগ্রেস ও তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!