এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিক্ষুব্ধ তৃণমূলীরা দলে যোগ দিয়েই প্রধান-উপপ্রধানের পদ চাইছেন, কাজিয়া তুঙ্গে

বিক্ষুব্ধ তৃণমূলীরা দলে যোগ দিয়েই প্রধান-উপপ্রধানের পদ চাইছেন, কাজিয়া তুঙ্গে

পঞ্চায়েতে টিকিট বন্টন নিয়ে অখুশি হয়ে শাসকদলের অনেকেই নির্দল হয়ে এবারের ভোটে লড়েছিলেন। প্রথমে সেই নির্দলরা জিতলেও দলে নেওয়া হবে না বলে জানালেও পরে তাঁদের দলে নেওয়ার ব্যাপারে নিজেদের সুর নরম করে তৃনমূল কংগ্রেস। এবার সেই নির্দলেরাই যেন কাল হতে চলেছে শাসকদলের।

সূত্রের খবর, উত্তর দিনাজপুরের ১১ আসনবিশিষ্ট পন্ডিতপোঁতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এবার তৃনমূল ছটি ও নির্দল পাঁচটি আসন পায়। কিন্তু ভোটে জয়লাভের পরই সেই পাঁচজন নির্দল সদস্য যোগ দেন তৃনমূল কংগ্রেসে। আগামীকাল এই পঞ্চায়েতে বোর্ড গঠনের আগেই ফের শাসক বনাম শাসকের লড়াইয়ে উত্তপ্ত হল এলাকা।

জানা গেছে, নির্দলরা তৃনমূলে যোগ দেওয়ায় এখানে পুরোনো বনাম নতুন তৃনমূলের গোষ্ঠী তৈরি হয়েছে। দলে এসেই তাঁদের মধ্যে থেকেই প্রধান এবং উপপ্রধান করতে হবে এই দাবি তুলেছে নির্দলের সদস্যরা। যা নিয়ে ক্ষোভ জন্মেছে পুরোনো তৃনমূলীদের মধ্যে। এদিকে এরই মাঝে তৃনমূলের এক সদস্যকে অপহরণের অভিযোগ উঠেছে সদ্য তৃনমূলে যোগ দেওয়া নির্দল সদস্যদের বিরুদ্ধে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন দলের অপহৃত সদস্যকে ফেরানোর দাবিতে ইসলামপুর থানার সামনে বিক্ষোভও করেন পুরোনো তৃনমূলীরা। আজও এনিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তাঁদের। সূত্রের খবর, গতকাল দলের প্রার্থীকে ফেরানোর দাবিতে বিক্ষোভে নেতৃত্ব দেন তৃনমূলের জেলা পরিষদ সদস্য জাভেদ আখতার।

এদিন তিনি তৃনমূল বিধায়ক তথা পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বলেন, “নেতৃত্বকে বলা সত্ত্বেও বোর্ড গঠনের আগেই রব্বানি সাহেবের নির্দেশে এই নির্দলদের দলে নেওয়া হয়েছিল। আর এই নির্দলেরাই আমাদের দলের সদস্য মহম্মদ মুজাফফরকে অপহরন করেছে”। বিষয়টি দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীকেও জানানো হয়েছে বলে খবর।

অন্যদিকে এ প্রসঙ্গে ইসলামপুরের তৃনমূল বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল বলেন, “দল এখানে এমনিতেই সংখ্যাগরিষ্ট ছিল। সেখান থেকে প্রধান ও উপপ্রধান করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলেও সদ্য অন্যদলের সদস্যরা দলে এসেই আমাদের প্রার্থীকে অপহরন করেছে। এমনটা হওয়ার কথা ছিল না”। এদিকে তাঁর বিরুদ্ধে দলেরই একাংশ অভিযোগ তুললেও মন্ত্রী গোলাম রব্বানি বলেন, “কি হয়েছে জানা নেই। খোঁজ নিয়ে দেখব”। সব মিলিয়ে নির্দল শাসকদলে যোগ দিয়ে সেই শাসকদলের প্রার্থীকে অপহরনের ঘটনায় তীব্র অস্বস্তিতে উত্তর দিনাজপুরের ঘাসফুল শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!