এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রবল বিপর্যয় হাত শিবিরে, দলবল সহ এবার বিজেপিতে যোগদান প্রদেশ কংগ্রেস সভাপতির

প্রবল বিপর্যয় হাত শিবিরে, দলবল সহ এবার বিজেপিতে যোগদান প্রদেশ কংগ্রেস সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের আগেই মণিপুরে এবার প্রবল ধাক্কা কংগ্রেস শিবিরে। বিজেপির বিরুদ্ধে যখন জোট গঠনের প্রচেষ্টা চলছে কংগ্রেস সহ একাধিক বিরোধী শিবিরের, তখনই ব্যাপক ভাঙ্গন দেখা দিল মনিপুরের কংগ্রেস শিবিরে। মনিপুরের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও বিধায়ক গোবিন্দাস কন্ঠৌজাম দলবল নিয়ে যোগদান করলেন বিজেপিতে। এই নেতার নেতৃত্বেই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করার সীদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। কিন্তু, তিনিই দলকে দিলেন বিরাট ধাক্কা।

প্রসঙ্গত, কংগ্রেসের প্রার্থী হয়ে একটানা ছ’ বার বিষ্ণুপুর কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন গোবিন্দাস কন্ঠৌজাম। তবে, সম্প্রতি দলের সঙ্গে তাঁর বিশেষ বনিবনা ছিল না। গতমাসে কংগ্রেস ছেড়ে দেন তিনি। আর, এবার দলবল নিয়ে যোগদান করলেন বিজেপিতে। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে যা বিজেপির একটি বিরাট প্রাপ্তি। তার যোগদানে কার্যগত উচ্ছ্বসিত গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং জানিয়েছেন যে, তিনিও একসময় কংগ্রেসে ছিলেন। কিন্তু কোন গাড়ির চালক যদি ঘুমিয়ে থাকেন, তবে সেই গাড়ি চালাবেন কে? আগে মনিপুরে হিংসা, বনধ, অবরোধ বারবার দেখা যেত। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এসব বন্ধ হয়েছে। যেদিন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের দায়িত্ব নিয়েছেন, সেদিন থেকেই শান্তি ফিরে এসেছে মনিপুরে

গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতির বিজেপিতে যোগদানে কার্যত উৎসবের মেজাজে ছিল গেরুয়া শিবির। যোগদানের সময় বিজেপির মুখ্য দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং, বিজেপি নেতা সম্বিত পাত্র প্রমুখরা। তাঁর দলের পতাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে তাঁর গেরুয়া শিবিরে যোগদান দলকে যথেষ্ট অক্সিজেন যোগাবে বলে, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেইসঙ্গে তা বড় বিপর্যয় কংগ্রেস শিবিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!