এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রবল বিরোধিতা সত্ত্বেও শেষপর্যন্ত প্রধানমন্ত্রীর পথেই হাঁটতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে

প্রবল বিরোধিতা সত্ত্বেও শেষপর্যন্ত প্রধানমন্ত্রীর পথেই হাঁটতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রবল বিরোধিতা সত্ত্বেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী। সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার দিনে লোকসভা মুলতবি হয়ে যাবার পর বাইরে বেরিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন নিজেই ছাতা ধরেছিলেন তিনি। যা ছিল অভূতপূর্ব। স্বাধীনতার পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে নিজের ছাতা নিজেকে ধরতে দেখা গিয়েছিল। সাধারণত, তাঁর নিরাপত্তায় থাকা ব্যক্তিরা এই ধরনের কাজ করে থাকেন। বিষয়টি নিয়ে বিজেপির পক্ষ থেকে যথেষ্ট ভাবে প্রচার করা হয়েছিল। এরপর গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে একই কাজ করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

গতকাল নিরাপত্তা কর্মীদের না দিয়ে নিজেই নিজের ছাতা ধরে সাংবাদিক বৈঠকে যোগদান করলেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, তৃণমূল নেতৃত্বকেও এবার থেকে নিজের ছাতা নিজে ধরার নির্দেশ দেয়া হয়েছে। কিছুদিন আগে নিজেই নিজের ছাতা ধরে যেভাবে নজির করেছিলেন প্রধানমন্ত্রী। গতকাল সেই একই কাজ করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। গণমাধ্যমের প্রচারের আলো নিজের দিকে আনতে এই পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা মনে করছেন অনেকে। গতকাল অঝোর বৃষ্টিতে ছাতা ধরে যখন এগিয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী, সে সময় সাংবাদিকদের ভিড় জমে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর কি কথা হয়েছে? এ প্রশ্ন করতেই মুখ্যমন্ত্রী তাঁদের জানান যে, বৃষ্টিতে ভিজলে কিন্তু জ্বর আসবে। শিগগির ছাতা হাতে নিতে। ছাতার নিচে এসে দাঁড়াতে, বৃষ্টিতে না ভেজার পরামর্শ দেন তিনি। এক হাতে ছাতা, অন্য হাতে মাইক ধরে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। অনেকে মনে করছেন, এবার থেকে নিজেই নিজের ছাতা ধরা রাজনীতিতে একটি নতুন বিষয় হয়ে দাঁড়াতে পারে।

এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন যে, কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ২০২৪ সালে গোটা দেশের মাথার উপরে ছাতা মেলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে জানিয়েছেন, বৃষ্টিতে ছাতা নিজের হাতে ধরেছেন, এবার ২০২৪ সালে তিনি ছাতা ধরবেন দেশবাসীর মাথায় জনবিরোধী নীতির কালো মেঘের দুর্যোগ থেকে দেশবাসীকে রক্ষা করতে। তাঁর কথায়, এটা শুধুমাত্র ট্রেলার, পিকচার আভি বাকি হ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!