এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রবল চাপে গেরুয়া শিবির, রাজনৈতিক ময়দানে ক্রমশ সাথীহারা বিজেপি! সঙ্গ ছাড়ল দীর্ঘদিনের সঙ্গী

প্রবল চাপে গেরুয়া শিবির, রাজনৈতিক ময়দানে ক্রমশ সাথীহারা বিজেপি! সঙ্গ ছাড়ল দীর্ঘদিনের সঙ্গী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সদ্যসমাপ্ত সংসদের বাদল অধিবেশনে তিনটি কৃষি বিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাস করা হয় যার মধ্যে আছে ‘দি ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন) বিল’, ‘দি ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন) বিল’ ও ‘দি এসেনশিয়াল কমোডিটিস (অ্যামেন্ডমেন্ট) বিল’ এই তিনটি বিল পাশ হলে কৃষকেরা যথেষ্ট উপকৃত হবেন বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিকবার ঘোষণা করা হয়েছিল। নয়া কৃষি বিলের উপকারিতার বিষয়ে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রীরাও একাধিকবার দাবি করেছেন। কিন্তু দেশের বিরোধী পক্ষ এ বিষয়ে সম্পূর্ণ ভিন্নমত পোষণ করছেন। দেশের বিভিন্ন কৃষক সংগঠনও কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন, অভিযানে নেমেছে।

দেশজুড়ে নয়া কৃষিবিলের বিরুদ্ধে বিরোধী দল ও একাধিক কৃষক সংগঠনের বিক্ষোভ, আন্দোলনের পরিস্থিতিতে কেন্দ্রীয় কৃষি বিলের বিরোধিতা করে এনডিএ জোট ত্যাগ করলো বিজেপির সবচেয়ে পুরনো জোটসঙ্গী শিরোমণি অকালি দল। গতকাল শনিবার এ বিষয়ে দীর্ঘসময় ধরে দলীয় বৈঠকের পর এমন সিদ্ধান্ত নিতে দেখা গেল অকালি দলের নেতৃত্বকে। সেইসঙ্গে আজ থেকে কেন্দ্র আনীত কৃষিবিলের বিরোধিতা করে পাঞ্জাবে আন্দোলনে নামতে চলেছেন অকালি দলের সদস্যরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিরোধীদের সুরে সুর মিলিয়ে বিজেপির সবচেয়ে পুরনো জোটসঙ্গী অকালি দল কৃষিবিলের বিরোধিতা করে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন অকালি দলনেতা ও কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল। সে সময় অকালি দলের প্রধান প্রধান সুখবীর সিং বাদল জানিয়েছিলেন যে, হরসিমরত কৌর বাদল নরেন্দ্র মোদির দ্বিতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও এই দল কেন্দ্রীয় সরকারের প্রতি তাদের সমর্থন তুলে নেয় নি। তবে কৃষি বিলের যে তারা প্রবল বিরোধী একথা তারা স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু তাদের এই মধ্যপন্থা অবলম্বন নিয়ে দলের দেখা দেয় নানা প্রশ্ন, বাড়ে মতান্তর। পাঞ্জাবের কৃষকেরাও এর প্রতিবাদ জানান। এরপর গতকাল শনিবার এই দলের নেতৃত্বের পক্ষ থেকে এনডিএ জোট ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হলো।

গতকালের ওই বৈঠকের পর অকালি দলের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে, ” শিরোমণি অকালি দল এনডিএ জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, কেন্দ্র সরকার এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি রক্ষা নিয়ে নিয়ে সরকারিভাবে কোনও নিশ্চয়তা দিতে নারাজ। এ নিয়ে একগুঁয়ে মনোভাব এবং পাঞ্জাবি-শিখ ইস্যুতে কেন্দ্রের মনোভাবের বিরোধিতা করে জোট ভাঙা হল।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!