এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রচারে অভিনবত্ব আনার চেষ্টা! সর্বধর্ম সমন্বয় ঘটাতে উদ্যোগী মমতা!

প্রচারে অভিনবত্ব আনার চেষ্টা! সর্বধর্ম সমন্বয় ঘটাতে উদ্যোগী মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভবানীপুর তার শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। এখানে তার জয় যে শুধু সময়ের অপেক্ষা, সেই ব্যাপারে নিশ্চিত তৃণমূলের নেতা কর্মীরা। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের মার্জিন যাতে বাড়ানো যায় এবং বিরোধী শক্তি বিজেপিকে যাতে কুপোকাত করা যায়, তার জন্য ছোট ছোট প্রচার করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। কখনও ইমামদের সঙ্গে, আবার কখনও বা শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনা করতে দেখা যাচ্ছে ভবানীপুর উপনির্বাচনের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

অনেকে বলছেন, এই রকম ছোট ছোট প্রচারের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে মাস্টারস্ট্রোক দেওয়ার চেষ্টা করছেন। তিনি বুঝিয়ে দিচ্ছেন, সমাজের সর্বস্তরের সম্প্রদায়কে নিয়ে তিনি চলতে চান। এক্ষেত্রে সকল সম্প্রদায়কে আপন করার উদ্যোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সরব হয়ে নিজের দিকে ভোটব্যাঙ্ক আনার চেষ্টা করছেন। আর সেই লক্ষ্য নিয়েই ভবানীপুরে শিখ সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কথা বলতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বুধবার ভবানীপুরের গুরুদ্বারে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে শিখ সম্প্রদায়ের সকল মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি সকলের সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপন করার পাশাপাশি ভারতের ঐক্যের ওপর জোর দিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। একইভাবে শিখ সম্প্রদায়ের উপস্থিত মানুষরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে দেশের নেত্রী হিসেবে দেখতে চান বলেও জানিয়ে দেন। স্বভাবতই গোটা ঘটনায় কিছুটা হলেও উজ্জীবিত তৃণমূলের নেতা কর্মীরা।

বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল চাইছে, যাতে ভবানীপুরে রেকর্ড মার্জিনে জয়লাভ করা যায়। তাই সেই কারণে বিজেপিকে চাপে রাখতে সকল সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। কেননা তৃণমূলের পক্ষ থেকে প্রতি সময়ে অভিযোগ করা হয়, বিজেপি সাম্প্রদায়িক দল। এক্ষেত্রে মানুষ মানুষে বিভাজন করে তারা। তাই গেরুয়া শিবিরকে আরও বেশি করে চাপে ফেলে দিতে প্রচারে অভিনবত্ব এনে ছোট ছোট ঘরোয়া আলোচনার মধ্যে দিয়ে সমাজের সকল সম্প্রদায়ের কাছে পৌঁছে গিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!