এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > প্রচারে বেরিয়ে মমতার সঙ্গে নিজের তুলনা করলেন শুভেন্দু, জেনে নিন কারণ!

প্রচারে বেরিয়ে মমতার সঙ্গে নিজের তুলনা করলেন শুভেন্দু, জেনে নিন কারণ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী পয়লা এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার ভোটে সবথেকে বড় নজরকাড়া কেন্দ্র হিসেবে পরিচিত নন্দীগ্রাম বিধানসভার নির্বাচন রয়েছে। আজ সোমবার সেই নির্বাচনী প্রচারের শেষ দিন। তাই শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলতে শুরু করেছে শাসক-বিরোধী দুই পক্ষ। ইতিমধ্যেই নন্দীগ্রামে রোড শো করে একাধিক সভায় যোগ দিতে শুরু করেছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে সকাল থেকেই প্রচারে বেরিয়ে একের পর এক সভা সমিতি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে শুরু করেছেন তৃণমূলের প্রাক্তন সৈনিক তথা বর্তমান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আর এবার সরাসরি নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের তুলনা করে শোরগোল তুলে দিলেন অধিকারী পরিবারের মেজো ছেলে।

সূত্রের খবর, আজ নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আগে হাওয়াই চটি পড়তেন। এখন ব্যান্ডের চটি পড়েন। আগে ধনেখালির শাড়ি পড়তেন। এখন পড়েন ছয় হাজারের শাড়ি। কিন্তু শুভেন্দু অধিকারী 2004 সাল থেকে সুতির পায়জামা পাঞ্জাবি পড়েন। শুভেন্দু অধিকারীর কোনো পরিবর্তন হয়নি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এক্ষেত্রে সেন্টিমেন্টাল বক্তব্য দিয়ে নিজের একসময়কার প্রাক্তন নেত্রীর চালচলনের সঙ্গে বর্তমান সময়ের চালচলনের কথা তুলে ধরে তাকে কোণঠাসা করার চেষ্টা করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী. অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যথেষ্ট পরিবর্তন হয়েছে, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরে মানুষের মনে তৃণমূল বিরোধীতার বীজ বপন করে দেওয়ার চেষ্টা করলেন হেভিওয়েট এই বিজেপি নেতা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, একসময় নন্দীগ্রামের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী একদলে থেকে তৎকালীন বাম সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে জল অনেকদূর গড়িয়ে গিয়েছে। এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে ক্ষমতাচ্যুত করতে বিজেপির টিকিটে নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী।

অন্যদিকে নিজের প্রাক্তন সৈনিক প্রতিপক্ষ শিবিরের জন্য তাকে পাল্টা কুপোকাত করতে সেই নন্দীগ্রামকেই বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই জমে উঠেছে লড়াই। আর এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে শেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের কথা তুলে ধরে নন্দীগ্রামের মানুষের সমর্থন নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করলেন ভূমিপুত্র শুভেন্দু অধিকারী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!