এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রচারে গিয়ে জুতো-ঝাঁটার মুখে বিজেপি প্রার্থী, অভিযুক্ত তৃণমূল, উত্তপ্ত লাভপুর!

প্রচারে গিয়ে জুতো-ঝাঁটার মুখে বিজেপি প্রার্থী, অভিযুক্ত তৃণমূল, উত্তপ্ত লাভপুর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন শুরু হওয়ার পর থেকেই প্রচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন ক্ষেত্রে শাসক এবং বিরোধী দলের মধ্যে সংঘর্ষ তৈরি হতে দেখা গেছে। কোথায় প্রচারে বাঁধা, আবার কোথাও বা প্রচার করতে গেলে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সোচ্চার হতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দল। আর এই পরিস্থিতিতে লাভপুরে প্রচার করতে গিয়ে বিজেপি প্রার্থীকে দেখানো হল জুতো এবং ঝাঁটা। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে ভারতীয় জনতা পার্টি।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার লাভপুরের পাড়ুইয়ের সোমডাঙ্গা গ্রামে যান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মন্ডল। যেখানে রাস্তার উপর আড়াআড়িভাবে তৃণমূলের পতাকার সঙ্গে যুক্ত এবং ঝাঁটা লাগানো রয়েছে বলে দেখা যায়। স্বাভাবিকভাবেই বিজেপি প্রার্থী এই দৃশ্যের সম্মুখীন হওয়ায় রীতিমত তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে লাভপুরের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মন্ডল বলেন, “আমার যাওয়ার রাস্তা এভাবে জুতো ঝুলিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। আমি এই জুতো মাথায় নিতে প্রস্তুত। মানুষ এর বিচার করবেন।” অর্থাৎ গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। তবে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য সেই ঘটনাকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, বাংলায় প্রথম দুই দফার নির্বাচনে অত্যন্ত শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তৃতীয় দফার নির্বাচন থেকে শুরু হয়েছে অশান্তি। কোথাও প্রার্থীদের উপর হামলা, আবার কোথাও বা শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হতে দেখা গেছে বিভিন্ন এলাকা। বাকি রয়েছে আরও পাঁচ দফা নির্বাচন। কিন্তু তার আগে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করল লাভপুরে, তাতে চিন্তায় পড়ে গেছে একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!