এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রচারে গিয়েই বাধার মুখে তৃণমূলের সুপারস্টার প্রার্থী, জেনে নিন

প্রচারে গিয়েই বাধার মুখে তৃণমূলের সুপারস্টার প্রার্থী, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের প্রার্থী তালিকায় এবার বহু সুপারস্টার রয়েছেন। যার মধ্যে অন্যতম বিশিষ্ট অভিনেত্রী সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের পক্ষ থেকে তাকে প্রার্থী করা হয়েছে। আর প্রার্থী হওয়ার পরেই সেই আসানসোল দক্ষিনে প্রচার শুরু করে দিয়েছেন সায়নীদেবী। কিন্তু প্রচার করতে গিয়েই এবার বিবেকানন্দের মূর্তিতে মালা পরাতে গিয়ে বাধার মুখে পড়লেন এই তৃণমূল প্রার্থী। যে ঘটনায় ব্যাপক শোরগোল তৈরি হয়েছে এলাকাজুড়ে।

জানা গেছে, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বার্নপুরে বিবেকানন্দের মূর্তিতে মালা পড়াতে চান তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আর সেখানেই আপত্তি জানান বিজেপি নেতা কর্মীরা। তাদের পক্ষ থেকে বলা হয়, সায়নী ঘোষের বিতর্কিত পোস্টে হিন্দুরা আঘাত পেয়েছেন। তাই তাকে বিবেকানন্দের মূর্তিতে মালা পড়াতে দেওয়া যাবে না। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকাজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, এই সায়নী ঘোষকে নিয়ে কিছুদিন আগে থেকেই তৈরি হয়েছিল বিতর্ক। শিবলিঙ্গকে নিয়ে তার একটি বিতর্কিত পোস্ট রীতিমত শোরগোল তুলে দিয়েছিল রাজ্যজুড়ে। আর তারপর থেকেই বিরোধী শিবিরের পক্ষ থেকে সায়নী ঘোষ তৃণমূলের প্রার্থী হলে তাকে কটাক্ষ করার প্রক্রিয়া শুরু হয়েছিল।

আর এবার নিজের বিধানসভা কেন্দ্রে বিবেকানন্দের মূর্তিতে মালা পড়াতে যাওয়ার মুখে বিজেপি নেতা কর্মীদের বাধার মুখে পড়লেন এই তৃণমূল প্রার্থী। যার ফলে প্রচারের প্রথম পর্বে গিয়ে এই যথেষ্ট চাপে পড়তে হল হেভিওয়েট সুপারস্টারকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!