এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রচারে নামতেই “বহিরাগত” তত্ত্ব, জবাব দিলেন অভিমানী প্রার্থী!

প্রচারে নামতেই “বহিরাগত” তত্ত্ব, জবাব দিলেন অভিমানী প্রার্থী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাজ্যে বিজেপির হয়ে প্রচার করছেন, তখন তাদের “বহিরাগত” বলে আক্রমণ করতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা। যাকে কেন্দ্র করে জমে উঠেছে 2021 এর বাংলার বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গের বালুরঘাট বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে দেশের প্রাক্তন অর্থনীতির উপদেষ্টা অশোক লাহিড়ীকে।

বস্তুত, তিনি বালুরঘাটের মানুষ নন। আর প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতে না হতেই তৃণমূলের পক্ষ থেকে তাকে “বহিরাগত” বলে আক্রমণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। আর প্রচারে নেমেই তাকে “বহিরাগত” বলে আখ্যা দেওয়ার কারণে এবার মুখ খুললেন বালুরঘাটের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী। ইতিমধ্যেই নাম ঘোষণা হওয়ার পর বালুরঘাটে এসে গিয়েছেন অশোক লাহিড়ী। শুরু করে দিয়েছেন প্রচার। আর প্রচারের মাঝেই নিন্দুকদের “বহিরাগত” তত্ত্বের জবাব দিলেন তিনি।

হেভিওয়েট এই বিজেপি প্রার্থী বলেন, “কিছু কিছু মানুষ নিন্দা করছে। কেউ বহিরাগত বলছে। আমি তা শুনে খুব অবাক হয়ে যাই। তবে আমি খুশি যে, বিজেপি এখান থেকে আমাকে প্রার্থী করেছে। তারা যা ঠিক মনে করেছেন, তাই করেছেন। অনেকে এখানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করছে। কিন্তু আমাকে নিয়ে তো এখানে বিনয়বাবু বা তার সহকর্মীদের মধ্যে কোনো সমস্যা দেখছি না। বাংলায় কাজ করার সুযোগ পেয়েছি, আমি কাজ করব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ বিরোধীদের পক্ষ থেকে তাকে যতই বহিরাগত বলে আক্রমণ করা হোক না কেন, তিনি যে এই ঘটনায় বিন্দুমাত্র গুরুত্ব দিতে চাইছেন না, তা হেভিওয়েট এই বিজেপি প্রার্থীর বক্তব্যের মধ্য দিয়েই পরিষ্কার হয়ে গেল। তিনি বুঝিয়ে দিলেন, বহিরাগত নামক কোনো শব্দ তার কাছে খাটবে না। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, গত লোকসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে এখানে অর্পিতা ঘোষকে প্রার্থী করা হলে বিজেপির পক্ষ থেকে তাকে “বহিরাগত” বলে আক্রমণ করা হয়েছিল।

শেষ পর্যন্ত জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। আর তারপর থেকেই দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির শক্ত ঘাঁটি হয়ে গিয়েছে। এবার সেখানে প্রার্থী করা হয়েছে দেশের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা অশোক লাহিড়ীকে। স্বাভাবিক ভাবেই জমে উঠেছে লড়াই। তবে এবার বিজেপি যেভাবে গত লোকসভা নির্বাচনে তাদের প্রার্থীকে “বহিরাগত” বলে আক্রমণ করা হয়েছিল, সেই একই রাস্তা বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস।

এক্ষেত্রে কেন বাইরের লোককে প্রার্থী করা হল, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তারা। আর এই পরিস্থিতিতে প্রচারে নেমে তার উত্তর দিয়ে “বহিরাগত” শব্দের ব্যাখ্যা দিলেন বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী। স্বাভাবিক ভাবেই একদিকে ভূমিপুত্র তৃণমূলের শেখর দাশগুপ্ত এবং বাম সংযুক্ত মোর্চার সুচেতা বিশ্বাসের সঙ্গে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তোলা “বহিরাগত” অশোক লাহিড়ীর লড়াই কতটা জমে ওঠে, কে শেষ হাসি হাসে বালুরঘাটে, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!