এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রচারে নেমে বড় প্রতিশ্রুতি হেভিওয়েট তৃণমূল প্রার্থীর, মানুষের মন জয়ের চেষ্টা!

প্রচারে নেমে বড় প্রতিশ্রুতি হেভিওয়েট তৃণমূল প্রার্থীর, মানুষের মন জয়ের চেষ্টা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ভোটে জেতার আগে নেতা-নেত্রীরা নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোটে জেতার পরে তাদের আর টিকিটিও পাওয়া যায় না। তাই নিয়ে নানা মানুষের ক্ষোভ রয়েছে। কিন্তু বিনপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রচার শুরু করেই মানুষকে আশ্বস্ত করবার জন্য তৎপর হয়ে উঠলেন। এক্ষেত্রে এলাকার সবথেকে বড় সমস্যা পানীয় জলের সমাধানের প্রতিশ্রুতি দিয়ে সকলের মন জয়ের চেষ্টা করলেন তিনি।

সূত্রের খবর, এদিন সাতসকালে জামবনি ব্লকের গিধনির শ্রী শ্রী নাটমন্দিরে পুজো দিয়ে বেলপাহাড়ীর জাড়দা গ্রামে যান বিনপুরের তৃণমূল প্রার্থী দেবনাথ হাঁসদা। যেখানে সরকার যে ভাতার কথা ঘোষণা করেছে, তা সবাই পাবে কিনা, তা নিয়ে তৃণমূল প্রার্থীকে প্রশ্ন করেন এক মহিলা। উত্তরে তৃণমূল প্রার্থী বলেন, সকলেই ভাতা পাবেন।

ধীরে ধীরে ভিড় যখন এগিয়ে যেতে শুরু করে, তখন এক সাঁওতালি মহিলা বলেন, আগে আমাদের পানীয় জলের ব্যবস্থা করে দিতে হবে। সাথে সাথেই সেই প্রতিশ্রুতি রক্ষা করার কথা বলেন তৃণমূল প্রার্থী। পরবর্তীতে আমলাকুড়ি গ্রামে গেলে সেখানেও পানীয় জলের দাবি ওঠে। আর তারপরেই সেই দাবিতে সীলমোহর দিয়ে তা পূরণের প্রতিশ্রুতি দেন তৃণমূল প্রার্থী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিনপুরের তৃণমূল প্রার্থী দেবনাথ হাসদা বলেন, “আমি আজকে যেমন এসেছি। এরপরেও আপনাদের কাছে আসব। জলের ব্যবস্থা অবশ্যই করব।” কিন্তু মানুষের পালস কেমন? যখন বিজেপির প্রভাব বাড়ছে, তখন মানুষ কি তাকে সমর্থন করবেন! এদিন এই প্রসঙ্গে এই তৃণমূল প্রার্থী বলেন, “দেখলেন তো, এত মানুষের আশীর্বাদ, ভালোবাসার আশ্বাস মিথ্যা হবে না। জয় এখন শুধু সময়ের অপেক্ষা।”

অর্থাৎ পানীয় জলের যে সমস্যা এলাকাবাসীর মুখ থেকে উঠে এসেছে, জয়লাভ করে সেই সমস্যা সমাধান করাই প্রধান লক্ষ্য তৃণমূল প্রার্থীর। তবে সাময়িকভাবে তৃণমূল প্রার্থীর এই সমস্যা মেটানোর জন্য দেওয়া প্রতিশ্রুতি উপর কতটা ভরসা করেন জনতা জনার্দন, তা ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!