এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রচারে নেমে মমতাকে হ্যাটট্রিক করানোর শপথ দেবাশিসের, জেনে নিন

প্রচারে নেমে মমতাকে হ্যাটট্রিক করানোর শপথ দেবাশিসের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট -nদীর্ঘদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গী। তার যথেষ্ট প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। কলকাতা পৌরসভার দীর্ঘদিনের দায়িত্বে ছিলেন তিনি। আর সেই দেবাশিস কুমার এবার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। ভোটের দেরি থাকলেও প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই এখন জনসংযোগে জোর দিয়েছেন তিনি। ময়দানে নেমে মানুষের কাছে পৌঁছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাটট্রিক করানোর শপথ নিতে দেখা যাচ্ছে পোড়খাওয়া এই রাজনীতিবিদকে।

প্রসঙ্গত উল্লেখ্য, রাসবিহারী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু তাকে এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তার জায়গায় রাসবিহারী বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে দেবাশিস কুমারকে। আর প্রার্থী হয়ে বিন্দুমাত্র সময় নষ্ট না করে এখন থেকেই জনসংযোগে নজর দিয়ে দিয়েছেন এই তৃনমূল কংগ্রেস নেতা। তার প্রধান লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আনা। আর সেই লক্ষ্যেই যে তিনি কাজ করবেন, এদিন তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দেবাশিসবাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার বলেন, “আমাদের একটাই ইস্যু যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাটট্রিক করাতে হবে। 10 বছরে আমাদের সরকার যে কাজ করেছে, সেই পরিষেবা বজায় রাখতে হলে সকলে আমাদের সমর্থন করবেন।” বিশ্লেষকরা বলছেন, এবারের ভোটে লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে। একদিকে বিজেপি এবং অন্যদিকে তৃণমূলের মধ্যেই যে সেই প্রধান লড়াই হবে, তা বলার অপেক্ষা রাখে না। আবার অনেক আসনে সংযুক্ত মোর্চার প্রার্থীরা দাগ কাটতে পারে।

তাই এই পরিস্থিতিতে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে বরাবর তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রাসবিহারী বিধানসভা কেন্দ্রের জয়লাভ করতে এখন থেকেই প্রচারে নেমে পড়েছেন দেবাশিস কুমার। যেখানে প্রচারে রাজ্য সরকারের উন্নয়নের হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় মুখ্যমন্ত্রী করানোর শপথ নিয়েছেন তিনি। সব মিলিয়ে দেবাশিসবাবুর লক্ষ্য কতটা সফল হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!