এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রচারে নেমেই তোলাবাজির অভিযোগ হেভিওয়েট বিজেপি প্রার্থীর, তৃণমূলের অস্বস্তি আরও তীব্র!

প্রচারে নেমেই তোলাবাজির অভিযোগ হেভিওয়েট বিজেপি প্রার্থীর, তৃণমূলের অস্বস্তি আরও তীব্র!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদের পাশাপাশি কেন্দ্রের মন্ত্রী ছিলেন তিনি। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে সেই বাবুল সুপ্রিয়কে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে। আর প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর প্রথম রবিবারে আজ রীতিমত প্রচার জমজমাট করে তুললেন তিনি। যেখানে নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গলফগ্রীন বাজারে উপস্থিত হয়ে মানুষের নানা সমস্যার কথা শুনতে দেখা গেল তাকে।

মূলত, রবিবার এমনিতেই বাজারে ভিড় হয়। আর তার মধ্যে ভোটের প্রচার করতে এই বাজারকে বেশিরভাগ ক্ষেত্রেই বেছে নেন শাসক থেকে বিরোধী দলের প্রার্থীরা। সেই মত করেই নাম ঘোষণার সাথে সাথেই প্রথম রবিবারে সুযোগ হাতছাড়া করতে চাননি বাবুল সুপ্রিয়। আর তাই নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই বাজারে উপস্থিত হয়ে ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের নানা সমস্যা শুনতে দেখা গেল তাকে। আর সেই সমস্যা শুনেই তৃণমূল কংগ্রেসের এই এলাকার প্রাক্তন বিধায়ক এবং তার ভাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

সূত্রের খবর, আজ এই গলফগ্রীন বাজারে প্রচার করতে গিয়ে বাবুল সুপ্রিয় শুনতে পান, বিক্রেতাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। আর ভোটের খরচের জন্য সেই টাকা চাইছে রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা। আর সেই অভিযোগ শুনতে পেয়েই রীতিমত তৃণমূলের বিরুদ্ধে সরব হন এই বিজেপি প্রার্থী। তিনি বলেন, “সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই প্রবণতা চলছে। সারা রাজ্যকে তোলাবাজির আঁতুড়ঘরে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। এখানে দুই ভাই এই কাজ চালাচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এই এলাকার বিদায়ী বিধায়ক অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাসের দিকেই যে এই বিস্ফোরক অভিযোগ তুললেন বাবুল সুপ্রিয়, তা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিক ভাবেই বিজেপি প্রার্থীর এই অভিযোগকে কেন্দ্র করে এখন রীতিমত সরগরম হয়ে উঠেছে টালিগঞ্জ বিধানসভা।বিশেষজ্ঞরা বলছেন, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবারের লড়াই অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে। বিশিষ্ট গায়ক, সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এখানে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছেন।

স্বাভাবিক ভাবেই দুই হেভিওয়েটের লড়াই যে নজর কেড়েছে সকলের, তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রার্থী ঘোষণা হওয়ার সাথে সাথেই নিজের বিধানসভা কেন্দ্রে এসে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে বিদায়ী বিধায়ক এবং তার ভাইয়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন বাবুল সুপ্রিয়। আর প্রচারে নেমে বিক্রেতাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে সেই একই অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি প্রার্থী।

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় তৃণমূলের অস্বস্তি যে কিছুটা হলেও বৃদ্ধি পেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে বাবুল সুপ্রিয়র এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অরূপ বিশ্বাসের পক্ষ থেকে পাল্টা কোনো মন্তব্য আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!