এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রচারে নিষেধাজ্ঞা, দুপুরে কলকাতায় ধরনা মমতার!

প্রচারে নিষেধাজ্ঞা, দুপুরে কলকাতায় ধরনা মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্ররোচনামূলক মন্তব্য করার অভিযোগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেওয়া হয়েছে বড় পদক্ষেপ। যেখানে 24 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রচারে অংশ গ্রহন করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন‌। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার হতে দেখা যেত তৃণমূল কংগ্রেসকে, সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও দ্বিগুন ভাবে সোচ্চার হচ্ছে ঘাসফুল শিবির।

যেহেতু তৃণমূলের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তাকে কাবু করতে এই ধরনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রচারে নিষেধাজ্ঞার কথা বলা হলেও, তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে পাল্টা কর্মসূচির কথা ঘোষণা করে দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে প্রচারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আজ দুপুর 12 টায় কলকাতার গান্ধী মূর্তিতে ধর্নায় বসার সিদ্ধান্ত নিলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, আধা সামরিক বাহিনী এবং সংখ্যালঘু ভোটারদের নিয়ে একটি প্ররোচনামূলক মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ। আর তারপরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 24 ঘন্টা কোনো প্রচার করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর এমত পরিস্থিতিতে কমিশনের বিড়ম্বনা বাড়িয়ে দিয়ে পাল্টা নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একটি টুইট করে তিনি লেখেন, “নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আগামীকাল দুপুর বারোটায় কলকাতার গান্ধী মূর্তিতে ধর্নায় বসব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, পঞ্চম দফার নির্বাচনের আগে কার্যত জমে উঠেছে রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রধান মুখ। বিভিন্ন জায়গায় তিনি প্রচার করে বেড়াচ্ছেন। কিন্তু তার প্রচারে যেভাবে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন, তাতে তৃনমূল অনেকটাই সমস্যার মুখে পড়ে গেল। আর এই পরিস্থিতিতে পাল্টা কমিশনকে চাপের মুখে ফেলে দিয়ে আজ ধর্নায় বসার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে কমিশনের পক্ষ থেকে যখন প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এইভাবে পাল্টা অন্য কোনো কর্মসূচি করতে ময়দানে নামেন, তাহলে পরিস্থিতি অন্য আকার ধারণ করতে পারে। তবে একাংশ অবশ্য বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নেমে ধর্নায় বসে কমিশন এবং বিজেপিকে চরম চাপে ফেলে দেবেন। এক্ষেত্রে তৃণমূল নেত্রীর এই প্রতিবাদ বিজেপিকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!