এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > প্রচারে নিষেধাজ্ঞা ওঠার পরেই ফের বিতর্কিত রাহুল সিনহা, কমিশনের আধিকারিকের নাম জড়িয়ে বিস্ফোরক মন্তব্য!

প্রচারে নিষেধাজ্ঞা ওঠার পরেই ফের বিতর্কিত রাহুল সিনহা, কমিশনের আধিকারিকের নাম জড়িয়ে বিস্ফোরক মন্তব্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিতর্কিত মন্তব্য করার কারণে প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল হাবরার বিজেপি প্রার্থী রাহুল সিনহার ওপর। কিন্তু 48 ঘন্টা প্রচারের নিষেধাজ্ঞা ওঠার পরে ফের স্বভূমিকায় দেখা গেল হেভিওয়েট এই বিজেপি নেতাকে। যেখানে আবার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন তিনি।

পাশাপাশি রাজ্যের পুলিশ পর্যবেক্ষকের নাম জড়িয়ে রাহুল সিনহার মন্তব্য রীতিমত চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে। একবার বিতর্কিত মন্তব্য করার কারণে ইলেকশন কমিশনের নজরে পড়ে 48 ঘন্টা প্রচার বাদ রাখতে হয়েছিল তাকে। কিন্তু আবার সেই 48 ঘণ্টা সময় পেরোনোর পরেই যেন বিতর্কিত মন্তব্য করতে শুরু করলেন রাহুল সিনহা, এখন তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

সূত্রের খবর, বৃহস্পতিবার হাবরায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল সিনহা বলেন, “বিবেক দুবে পরিষ্কার বলে দিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হলে আবার কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে। অর্থাৎ আমি যে কথা বলেছি, নির্বাচন কমিশনের প্রতিনিধিও সে কথা বলেছে। আমি আবার বলছি, কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা হলে, মানুষকে ভোট দিতে বাধা দিলে, কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো উচিত। তা থেকে কে বাঁচল, কে মরল, দেখার দরকার নেই। মূলকথা ভোট শান্তিপূর্ণ হওয়া প্রয়োজন।”

স্বাভাবিক ভাবেই বিজেপি প্রার্থীর এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে হাবরা বিধানসভা কেন্দ্রে। একাংশ বলছেন, এমনিতেই তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী বিজেপির অঙ্গুলিহেলনে চলছে বলে অভিযোগ করা হয়েছে।

তার মধ্যে নির্বাচনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের কথা তুলে ধরে যে দাবি করলেন রাহুল সিনহা, তাতে তৃণমূল যে বিজেপির বিরুদ্ধে নতুন অস্ত্র পেয়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। এখন এই ঘটনাকে কেন্দ্র করে রাহুল সিনহার বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়ে তৃণমূল যে আরও বেশি করে সোচ্চার হবে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলতে শুরু করেছেন, কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই রাহুল সিনহা থেকে শুরু করে দিলীপ ঘোষ, সায়ন্তন বসুর মত হেভিওয়েট বিজেপি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট নেত্রীকে প্রচারণামূলক মন্তব্য করার কারণে 24 ঘন্টা প্রচার থেকে বাদ রেখেছিল কমিশন। আর তারপরেই রাহুল সিনহা, দিলীপ ঘোষরা বিতর্কিত মন্তব্য করলেও কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল।

পরবর্তীতে কমিশনের পক্ষ থেকে সেই রাহুল সিনহাকে 48 ঘণ্টার প্রচার থেকে বাদ রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নির্ধারিত সময় পেরোনোর সাথে সাথেই ফের স্বভূমিকায় দেখা গেল এই বিজেপি নেতাকে।

যেখানে কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ পর্যবেক্ষকের মন্তব্যকে হাতিয়ার করে তার এই ধরনের মন্তব্য যে রাজ্য রাজনীতিতে বিজেপি এবং রাহুল সিনহাকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিল, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!