এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রচারের শেষ মুহূর্তে বিজেপি তারকা প্রার্থীর ওপর হামলা, কাঠগড়ায় তৃণমূল!

প্রচারের শেষ মুহূর্তে বিজেপি তারকা প্রার্থীর ওপর হামলা, কাঠগড়ায় তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শেষ মুহূর্তের প্রচারে গিয়ে বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্রের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী 17 এপ্রিল এই বরানগর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। যেখানে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী তাপস রায়ের বিরুদ্ধে লড়াই করছেন বিজেপির তারকা প্রার্থী তথা বিশিষ্ট অভিনেত্রী পার্নো মিত্র। এদিন বিজেপি প্রার্থীর রোড শো চলার সময় তার ওপর হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

বলা বাহুল্য, এবারের নির্বাচন অত্যন্ত জমজমাট। একদিকে তৃণমূল এবং অন্যদিকে বিজেপির লড়াইয়ে শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসবে, তা দেখার বিষয় সকলের কাছে। আর এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচার চলার সময় বিভিন্ন ক্ষেত্রে একদল অপরদলের বিরুদ্ধে হামলা সহ একাধিক অভিযোগ করতে শুরু করেছে। কিন্তু এদিন বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর ওপর তৃণমূলের নেতা কর্মীদের হামলার ঘটনায় চাঞ্চল্য তৈরি করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন হামলার পরে স্থানীয় থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র। তিনি বলেন, “গত কয়েকদিন ধরে প্রচুর জায়গায় আটকানো হয়েছে। আমাদের ছেলেদের ধমকানো হয়েছে। আরএসি বাজারের কাছে ধরে মেরেছে। আমাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা হয়েছে। শুধুমাত্র কর্মীরা ছিল বলে গায়ে হাত দিতে পারেনি।”

তবে বিজেপি প্রার্থী এই ধরনের অভিযোগ করলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে এলাকায় এই ধরনের ঘটনা ঘটার পর থেকেই মোতায়েন করা হয়েছে পুলিশ। নির্বাচনের মুখে এই ধরনের ঘটনা যে এলাকার পরিস্থিতিকে ক্রমাগত উত্তপ্ত করে তুলবে তা বলার অপেক্ষা রাখে না। এমনিতেই আরও বেশ কয়েক দফার নির্বাচন রয়েছে রাজ্যে। শীতলকুচির ঘটনা রীতিমত আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে।

আর এই পরিস্থিতিতে আগামী 17 এপ্রিল বরানগর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ কার্যত সরগরম করে তুলেছে এলাকার রাজনৈতিক মহলকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!