এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রীর রাজ্য পরিদর্শনে ওড়িশা খুশি হলেও, নাখোশ বাংলা, ক্রমশ বাড়ছে সংঘাতের আবহ

প্রধানমন্ত্রীর রাজ্য পরিদর্শনে ওড়িশা খুশি হলেও, নাখোশ বাংলা, ক্রমশ বাড়ছে সংঘাতের আবহ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এ যেন এক যাত্রার পৃথক ফল। গতকাল যশ কবলিত ওড়িশা, পশ্চিমবঙ্গের একাধিক জেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর উড়িষ্যা খুশি হলেও, খুশির ছবি দেখা যাচ্ছে না বাংলায়। গতকাল উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। নবীন পট্টনায়ক জানিয়েছেন, প্রধানমন্ত্রী ওড়িশার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখায় তাঁরা খুশি হয়েছেন। কিন্তু এমন খুশির চিত্র দেখা যাচ্ছে না বাংলায়। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী। শুধুমাত্র প্রধানমন্ত্রীকে রাজ্যের ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট দিয়েছেন তিনি। এরপর থেকেই কেন্দ্র বিরোধিতা আরো তীব্র হয়েছে বাংলায়।

গতকাল উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যের বিপর্যয় কিভাবে মোকাবিলা করা যাবে? সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি। তবে, দেশে করোনা পরিস্থিতি থাকার কারণে কেন্দ্রের কাছ থেকে তিনি কোনো অর্থ সাহায্য নিতে চাননি। তবে, জরুরি ভিত্তিতে ওড়িশার হাতে ৫০০ কোটি টাকা তুলে দিয়েছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী ওড়িশা প্রশাসনের প্রশংসা করেছেন। আজ টুইট করে তিনি জানিয়েছেন, বিপর্যয় মোকাবেলায় ওড়িশার সঙ্গে যৌথভাবে কাজ করবে কেন্দ্র। এই বিষয়ে ওড়িশা প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সফল হয়েছে। তবে, বাংলা নিয়ে তিনি নীরব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ বৈঠকে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী। রাজ্যের ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট তাঁর কাছে জমা দিয়ে তিনি চলে গিয়েছেন। তবে পশ্চিমবঙ্গের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে গেরুয়া শিবিরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির আইটি সেলের সর্ব ভারতীয় প্রধান অমিত মালব্য, রাজ্যপাল জগদীপ ধনকর এর তীব্র সমালোচনা করেছেন।

এরপর গতকাল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁকে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাজে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। আগামী সোমবার সকাল দশটার সময় তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে। মুখ্যমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত বলে পরিচিত মুখ্যসচিবের হঠাৎ বদলি নিয়ে সরব হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল। কেন্দ্রীয় সরকার প্রতিহিংসার রাজনীতি করেছে বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তাদের অভিযোগ, নির্বাচনে পরাজিত হয়ে এখন তার প্রতিশোধ নিচ্ছে বিজেপি। আর এরপর থেকেই রাজ্যের কেন্দ্র বিরোধিতা তীব্র আকার ধারণ করেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!