এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হতেই অধীর চৌধুরীকে নিয়ে নতুন জল্পনা শুরু দলের অন্দরে!

প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হতেই অধীর চৌধুরীকে নিয়ে নতুন জল্পনা শুরু দলের অন্দরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মৃত্যুর পর কে হবে বাংলার পরবর্তী সভাপতি, তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল। প্রদীপ ভট্টাচার্য থেকে শুরু করে আব্দুল মান্নান, অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল দলের অন্দরে। তবে যেহেতু অধীরবাবু এর আগেও দলের দায়িত্ব সামলেছেন এবং বর্তমানে তিনি কংগ্রেসের লোকসভা দলনেতা পদে রয়েছেন, তাই তাকে রাজ্যের দায়িত্ব দেওয়া হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

কিন্তু অনেকেই চেয়েছিলেন, সামনে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে অধীর রঞ্জন চৌধুরীর মতো কট্টর তৃণমূল বিরোধীকেই দায়িত্ব দেওয়া হোক। অবশেষে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ পূরণ করা হল। যেখানে দায়িত্ব পেলেন সেই অধীর রঞ্জন চৌধুরী। তবে যেহেতু রাহুল গান্ধী এখন নিয়ম করেছেন, কংগ্রেসে থাকতে গেলে এক ব্যক্তি এক পদের নিয়ম মানতে হবে, সেহেতু অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেও, তাকে লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে নানা মহলে গুঞ্জন ছড়িয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, অধীর রঞ্জন চৌধুরীর মতো ব্যক্তিত্ব 2021 এ তৃণমূলকে প্রবল চাপে ফেলে দিতে পারে কারণ তিনি প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিরোধী। কংগ্রেস হাইকমান্ড যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কিছুটা সুর নরম করেছিল, তখন প্রদেশ কংগ্রেস সভাপতি থাকা অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন‌। তাই বর্তমান পরিস্থিতিতে যখন বিজেপির প্রভাবে তৃণমূল কিছুটা চাপে, তখন একদিকে তৃণমূল এবং অন্যদিকে বিজেপিকে কাবু করতে অধীর রঞ্জন চৌধুরীকেই দরকার বলে মনে করেছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব‌। আর তাই তাকে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বসানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে যদি অধীর রঞ্জন চৌধুরীকে লোকসভার দলনেতা থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে কি হতে পারে পরবর্তী দলনেতা? জানা গেছে, একজন মনীশ তেওয়ারি এবং অপরজন শশী থারুর এই দুইজনের নাম উঠতে শুরু করেছে। তবে শেষ পর্যন্ত এই ব্যাপারে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কি সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!