এখন পড়ছেন
হোম > Uncategorized > প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা! মাথায় হাত কংগ্রেস হাইকমান্ডের!

প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা! মাথায় হাত কংগ্রেস হাইকমান্ডের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি পাঞ্জাবে কংগ্রেসের অন্দর মহলে ব্যাপক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী পদ নিয়ে দড়ি টানাটানি সকলের সামনে প্রকাশ্যে চলে এসেছিল। অনেকেই বলছেন, মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিলো প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিং সিধুর। কিন্তু শেষ পর্যন্ত তাকে মুখ্যমন্ত্রী করা হয়নি। আর তার ফলেই কি এবার প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিলেন তিনি? যাকে কেন্দ্র করে রীতিমতো চাপের মুখে পড়ে গিয়েছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন নভজ্যোত সিং সিধু। যেখানে সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখেছেন তিনি। জানা গিয়েছে, সেই চিঠিতে ব্যাপক অসন্তোষের কথাও জানিয়ে দিয়েছেন সিধু। স্বাভাবিক ভাবেই হঠাৎ করে তার এই কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই নানা মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, এবার হয়তো সিধু পাকাপাকিভাবে কংগ্রেস ত্যাগ করতে পারেন। কেননা যেভাবে তিনি প্রদেশ সভাপতি থেকে ইস্তফা দিয়ে সরাসরি সোনিয়া গান্ধীকে চিঠি লিখে ক্ষোভ উগরে দিলেন, তা যথেষ্ট চিন্তার কারণ কংগ্রেস নেতৃত্বের কাছে। অবিলম্বে যদি কংগ্রেস এই ব্যাপারে আলোচনায় না বসে, তাহলে পাঞ্জাব নিয়ে তাদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!