এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > প্রদেশ সভাপতি পদে বড়সড় বদল, অধীরের জায়গায় দায়িত্বে কে? বাড়ছে জল্পনা!

প্রদেশ সভাপতি পদে বড়সড় বদল, অধীরের জায়গায় দায়িত্বে কে? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভা নির্বাচনে এবারে একটিও আসন পশ্চিমবঙ্গে দখল করতে পারেনি জাতীয় কংগ্রেস। কট্টর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে দল এবার কিছুটা হলেও মাথা তুলে দাঁড়াবে বলেই আশা করেছিল কংগ্রেস হাইকমান্ড। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। বরঞ্চ অতীতের থেকে আরও বেশি খারাপ ফলাফলের সম্মুখীন হতে হয়েছে দলকে।

তাই ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই সংগঠনকে ঘুরে দাঁড়ানোর জন্য একাধিক পদক্ষেপ নিতে পারে কংগ্রেস হাইকমান্ড বলে জল্পনা তৈরি হয়েছিল। আর এই পরিস্থিতিতে বাংলার জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক বদলের পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি পদেও বদল আনা হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অর্থাৎ সংগঠনকে ঘুরে দাঁড় করাতে বাংলার প্রতি মনোনিবেশ করে এখন থেকেই সংগঠনকে চাঙ্গা করতে চাইছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

প্রসঙ্গত উল্লেখ্য, গত জুলাই মাসে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোমেন মিত্র প্রয়াত হওয়ার পরই দায়িত্ব দেওয়া হয় লোকসভার কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে। স্বাভাবিক ভাবেই তার নেতৃত্বে কংগ্রেস বিধানসভা নির্বাচনে লড়াই করে। কিন্তু একটিও আসন দখল করতে পারেনি। এদিকে রাজ্যের পর্যবেক্ষক থাকা জিতিন প্রসাদ কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে।

স্বাভাবিকভাবেই বাংলা নিয়ে চিন্তা বাড়ছে কেন্দ্রীয় নেতৃত্বের। তাই এই পরিস্থিতিতে অভিজ্ঞ কোনো নেতাকে বাংলার পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করে প্রদেশ সভাপতি পদে তরুণ, নাকি বর্ষিয়ান কোনো মুখকে আনা হবে, এটাই এখন জল্পনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলছেন, অধীরবাবুর ক্ষেত্রে সবদিকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে তাকে জাতীয় রাজনীতিতে অনেকটা সময় দিতে হচ্ছে। কেননা তিনি সংসদের ভেতরে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন। এছাড়াও বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হওয়ার সুবাদে সেখানকার সংগঠন ধরে রাখা থেকে শুরু করে নানা কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে হয় তাকে। তাই এই পরিস্থিতিতে সর্বক্ষণ রাজ্যজুড়ে সংগঠন পরিচালনা করার মত ব্যক্তিকেই প্রদেশ সভাপতি করা উচিত বলে দাবি উঠেছে কংগ্রেসের অন্দরমহলে। যার ফলে এবার নতুন করে কংগ্রেসের বাংলার জন্য কোনো পর্যবেক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রদেশ সভাপতি পদে বদলের জল্পনা তৈরি হয়েছে।

এদিন এই প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেন, “সভাপতি যেই হোন না কেন, এখন কাজ তো শবদেহ পাহারা দেওয়ার মত।” তবে শুধু সভাপতি পরিবর্তন করলেই হবে না, সংগঠনে নতুন করে রণনীতি এবং পরিচালনার ব্লু প্রিন্ট তৈরি করতে হবে।” তবে এই সমস্ত বিষয়ে এখনও পর্যন্ত জল্পনাই চলছে। চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে সম্ভাবনার দিকটি ক্রমশ জোরালো হতে শুরু করেছে। বর্তমান পরিস্থিতিতে বাংলার পর্যবেক্ষক থাকা জিতিন প্রসাদ বিজেপিতে যোগদান করায় পর্যবেক্ষক পদে নতুন কাউকে যে নিয়ে আসতেই হবে, তা বলাই যায়। তবে পর্যবেক্ষক করে সেখানে কাকে নিয়ে আসা হয় এবং তার পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরবাবুর ডানা ছাটা যায় কি না, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!