এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধান বিচারপতির অপসারণ ইস্যুতে দ্বিধা-বিভক্ত বার কাউন্সিল, চেয়ারম্যানের বিরুদ্ধে চিঠি সুপ্রিম কোর্টে

প্রধান বিচারপতির অপসারণ ইস্যুতে দ্বিধা-বিভক্ত বার কাউন্সিল, চেয়ারম্যানের বিরুদ্ধে চিঠি সুপ্রিম কোর্টে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের অপসারণ দাবি করেছিলেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক কুমার দেব, চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁর এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্নাকে চিঠি দিলেন বার কাউন্সিলের চারজন সদস্য। তাঁরা অভিযোগ করেছেন, তাঁদের সঙ্গে কোনো আলোচনা না করেই, নিয়মবহির্ভূতভাবে চিঠি পাঠানো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্নাকে।

প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্নাকে চিঠি দিয়েছিলেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক কুমার দেব। এই চিঠিতে তিনি জানিয়েছিলেন যে, কলকাতা হাইকোর্টের একটি ঐতিহ্য রয়েছে। এই হাইকোর্ট দেশের প্রথম হাইকোর্ট। কিন্তু বর্তমানে এমন কিছু উদাহরণ সামনে এসেছে, যে কারণে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেছেন, গত ১৭ ই মে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজ্যের নেতা-মন্ত্রীদের জামিনের স্থগিতাদেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামার প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি। আবার নন্দীগ্রাম মামলায় বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চ স্থানান্তরের প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি। সমস্ত কিছু উল্লেখ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ দাবি করেছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই চিঠি পাঠানোর পরেই তাঁর প্রবল বিরোধিতা করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যানের এই ধরনের চিঠি পাঠানোর কোন এক্তিয়ার নেই। এই চিঠি পাঠিয়ে রাজ্যের সমস্ত আইনজীবীকে ছোট করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের করার অনুরোধ করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্নাকে চিঠি দিলেন রাজ্য বার কাউন্সিলের চারজন সদস্য কৈলাস তামোলি, সমীর পাল, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, মিহির দাস।

চিঠিতে তাঁরা উল্লেখ করেছেন যে, বার কাউন্সিলের অন্যান্য সদস্যদের সঙ্গে কোনরকম আলোচনা ছাড়াই লেটারহেড ব্যবহার করে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে এই চিঠি পাঠানো হয়েছে। কাউন্সিলের কোন মিটিং এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। চেয়ারম্যান যে কাজ করেছেন, সে সম্পর্কে তাঁরা অবগতও নন। তাঁরা অভিযোগ করেছেন, বার কাউন্সিলের চেয়ারম্যানের স্বাক্ষর করা যে চিঠি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে, তা আসল বিষয়ের চেয়ে অনেক বেশি ঘৃণাপূর্ন ও জটিল। এই চিঠি হাস্যকর। কাউন্সিলের অধিকাংশ সদস্য এই ব্যাপারটি সম্পর্কে জানেন না। বার কাউন্সিলের সদস্যদের এই চিঠি পাবার পর এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করেন? সেদিকেই দৃষ্টি থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!