এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রী মোদীর ‘মন কি বাত’-এ ডিসলাইকের ঝড়ের ৯৮%-ই এসেছে বিদেশ থেকে? সামনে বড়সড় তথ্য!

প্রধানমন্ত্রী মোদীর ‘মন কি বাত’-এ ডিসলাইকের ঝড়ের ৯৮%-ই এসেছে বিদেশ থেকে? সামনে বড়সড় তথ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –লাইকের থেকে ডিসলাইকের সংখ্যা লক্ষ গুণ বেশি। অর্থাৎ পছন্দের তুলনায় অনেকটাই ভারী অপছন্দের পাল্লা। প্রায় সাত গুণ বেশি। অনেকেই ভাবতে শুরু করেছেন কি এমন পোস্ট নেটদুনিয়ায় এল, যা নিয়ে এত শোরগোল। তবে এর জবাব শুনলে অবাক হয়ে যেতে হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত এসেছিল ইউটিউবে। আর সেখানেই লাইকের থেকে বেশী ডিজলাইক এর বন্যা বয়ে যায়। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে এবার আসরে নামেন ভারতীয় জনতা পার্টির আইটি প্রধান অমিত মালব্য।

অবশ্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মন কি বাত ভিডিওতে এত পরিমান ডিজলাইক পড়ার ব্যাপারটিকে গেরুয়া শিবির সামাল দিয়েছে কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে। তাঁদের অভিযোগ ডিজলাইকের মধ্যে 98% বিদেশ থেকে আমদানি। অন্যদিকে অমিত মালব্য এই ঘটনার পর টুইট করে জানান, গত 24 ঘন্টায় ইউটিউব ভিডিওতে সংগঠিতভাবে ডিজলাইক দেওয়া হয়েছে। এবং এটি যে কংগ্রেসের চক্রান্ত সে সম্পর্কে নিশ্চিত হয়ে তিনি অভিযোগ করেন ডিজলাইকের 98% ভারতের বাইরের। মাত্র 2% ভারতের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে রাহুল গান্ধীকেও তিনি কটাক্ষ করেন। যদিও প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে এত পরিমাণ ডিজলাইক পড়ার কারণে রাহুল গান্ধী আগেই জানিয়েছিলেন, দেশের পড়ুয়ারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পরীক্ষা সংক্রান্ত সমস্যার সমাধান করতে চায়। সে জায়গায় প্রধানমন্ত্রী মোদী শুধুমাত্র খেলনা শিল্প বাড়িয়ে তোলার কথা বলে গেলেন। তার সাথে তিনি নতুন শিল্প উদ্যোগগুলোকেও খেলনা শিল্পে যুক্ত হওয়ার জন্য বলেন। আর তাই নিয়েই ছিল রাহুল গান্ধীর কটাক্ষ।

প্রসঙ্গত বিরোধীদের আপত্তি সত্ত্বেও নেট এবং জেইই পরীক্ষা নিচ্ছে কেন্দ্র। এবং বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যে পরিমাণ ডিজলাইক পড়েছে, এবং চোখা চোখা কমেন্ট পড়েছে, তার বেশিরভাগই দেশের স্টুডেন্টদের। তবে প্রধানমন্ত্রীর কুরসিতে বসার পর যেভাবে এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ডিজলাইক করা হলো তা কিন্তু কেন্দ্রীয় সরকারকে যথেষ্ট অস্বস্তির মুখে দাঁড় করালো বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!