এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রধানমন্ত্রীর নেতাজি দরদ নিয়ে বিস্ফোরক অভিযোগ ফিরহাদের, জেনে নিন

প্রধানমন্ত্রীর নেতাজি দরদ নিয়ে বিস্ফোরক অভিযোগ ফিরহাদের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আয়োজিত করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই অনুষ্ঠানের পর আজ আবার হলদিয়াতে কেন্দ্রের একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শেষ করতে এসেছেন প্রধানমন্ত্রী।

স্বাভাবিকভাবেই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, ভোটের আগে কেন বারবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী? কেন এতদিন রাজ্যের মানুষের কথা তার মনে পড়েনি? জানা গেছে, আজ কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান থেকে একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর সেই ব্যাপারে এবার রাজ্যে ঘনঘন প্রধানমন্ত্রীর আসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম।

যেখানে নির্বাচনকে পাখির চোখ করেই প্রধানমন্ত্রী এই বাংলা সফর করছেন বলে অভিযোগ করতে দেখা গেল তাকে। সূত্রের খবর, রবিবার বাগনানের আন্টিলাতে দামোদর এবং রূপনারায়ন নদের কাছে 7 কিলোমিটার দীর্ঘ ইকো পার্কের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর সভা নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে।

তৃণমূল কংগ্রেসের এই হেভিওয়েট নেতা বলেন, “ভোট আসছে‌। তাই বারবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তাই নেতাজির কথাও মনে পড়ছে। সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিশ্চয়ই আসবেন। কিন্তু ভোট আসছে বলে বারবার আসা প্রধানমন্ত্রীকে মানায় না।” অনেকে বলতে শুরু করেছেন, ফিরহাদ হাকিমের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা বিজেপি এবার বাংলাকে পাখির চোখ করেছে। সেদিক থেকে বাংলা দখল তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তাই এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, জেপি নাড্ডার মত নেতারা প্রায়শই বাংলায় এসে জনসংযোগ করতে শুরু করেছেন‌। আর এই পরিস্থিতিতে এতদিন বাংলায় না আসলেও, কেন নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এত ঘনঘন বাংলায় আসছেন, তা নিয়ে তাকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম। আর শাসকদলের এই হেভিওয়েট মন্ত্রী কথায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা যে অনেকটাই উজ্জীবিত হবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে আবার বলতে শুরু করেছেন, বিজেপির হেভিওয়েট শীর্ষ নেতারা রাজ্যে আসায় তৃণমূল কংগ্রেস অনেকটাই চাপে পড়ে গিয়েছে। একদিকে গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা যেমন রাজনৈতিক কর্মসূচি করতে আসছেন, ঠিক তেমনই বাংলার মানুষের মন পাওয়ার জন্য হলদিয়াতে এসে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে। কেননা এবারে বাংলা দখল করবার জন্য তৃণমূল কংগ্রেস উন্নয়নকে হাতিয়ার করে মানুষের সঙ্গে জনসংযোগ করতে শুরু করেছে।

সেদিক থেকে একদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ যেমন তুলবে ভারতীয় জনতা পার্টি, ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যে যে সমস্ত উন্নয়ন করা হয়েছে, তার বিষয় মানুষের কাছে তুলে ধরবে গেরুয়া শিবির। আর সেই কারণেই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এবং উন্নয়নের ডালি নিয়ে রাজ্যের মানুষকে উপহার দিয়ে মন জয়ের চেষ্টা করলেন।

যাকে কার্যত কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ফিরহাদ হাকিমের এই ধরনের আক্রমণাত্মক মন্তব্য গোটা পরিস্থিতিকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!