এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রধানমন্ত্রীর ভুল ধরিয়ে দেওয়ার তৃণমূলকে পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের

প্রধানমন্ত্রীর ভুল ধরিয়ে দেওয়ার তৃণমূলকে পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার সময় বীরাঙ্গণা মাতঙ্গিনী হাজরাকে ভুলবশত অসমবাসী বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে কারণে প্রধানমন্ত্রীকে প্রবল কটাক্ষ করা হয় তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের একের পর এক নেতা-নেত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রাখেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। তিনি আশা করছেন রাজ্যের বিরোধী দলনেতা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, তিনি এই ভুলের জন্য প্রধানমন্ত্রীর নিন্দা করবেন। কুনাল ঘোষ ছাড়াও প্রধানমন্ত্রীকে প্রবল কটাক্ষ করেন মদন মিত্র, ফিরহাদ হাকিম সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন যে, দেশের সংস্কৃতি সম্পর্কে কোন ধারনাই নেই। মাতঙ্গিনী হাজরা সম্পর্কে না জানলে, তা প্রধানমন্ত্রীর ভুল। তবে, মাতঙ্গিনী হাজরার মতো স্বাধীনতা সংগ্রামীর স্থান রয়েছে মানুষের হৃদয়ে। এরপর তৃণমূলের কটাক্ষের জবাব দিতে দেখা গেল গেরুয়া শিবিরকে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, মাতঙ্গিনী হাজরাকে নিয়ে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, তা নিয়ে এতো হৈ চৈ করার মত কিছুই নেই। ছোটখাটো ভুল হতেই পারে। তিনি প্রশ্ন করেছেন, যারা মাতঙ্গিনী হাজরাকে নিয়ে এত কথা বলছেন, মাতঙ্গিনী হাজরার জন্য কি করেছেন তাঁরা?

অন্যদিকে, এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে জানালেন যে, তৃণমূল ইতিহাস ও ভূগোল জানেনা। তৃণমূলের ঘোষিত খেলা হবে দিবস লর্ড কার্জন ও মহম্মদ আলি জিন্নার কাছে খুবই গর্বের দিন ছিল। অপর একটি টুইট করে শুভেন্দু অধিকারী জানালেন যে, ২০১৯ সালে নোবেল জয়ী ভারতীয় অর্থনীতিবীদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বাবু বলে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভুলের জন্য কি মুখ্যমন্ত্রী কখনো ক্ষমা চেয়েছেন? প্রশ্ন করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!