এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রী ও কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ শিবসেনা সাংসদের

প্রধানমন্ত্রী ও কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ শিবসেনা সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  একসময় বিজেপির জোট সরিক হলেও সম্প্রতি বিজেপির সঙ্গে একেবারে সাপে-নেউলে সম্পর্ক তৈরি হয়েছে শিবসেনার। একাধিকবার শিবসেনার পক্ষ থেকে প্রবল আক্রমণ করা হয়েছে বিজেপিকে। সম্প্রতি শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত শিবসেনার মুখপাত্র সামনাতে প্রধানমন্ত্রী সম্পর্কে একাধিক অভিযোগ করেছেন ও প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারকে নিয়ে একাধিক কটাক্ষ করেছেন।

শিবসেনার মুখপাত্র সামনাতে শিবসেনার বর্ষীয়ান সাংসদ সঞ্জয় রাউত অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক রাজ্য সরকারকে অস্থির করে তুলেছেন। রাজনৈতিক স্বার্থের কারণে তিনি অস্থির করে তুলেছেন রাজ্য সরকার গুলোকে। তিনি অভিযোগ করেছেন যে, এভাবে যদি চলতে থাকে, তবে রাশিয়ার মতো ভারতও দ্রুত ভেঙে পড়বে। আবার, কিছুদিন পূর্বে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, মহারাষ্ট্র সরকার ভারতীয় শহিদ জওয়ানদের অসম্মান করেছিল। বিজেপির এই অভিযোগের তীব্র বিরোধিতা করলেন সাংসদ সঞ্জয় রাউত।

শিবসেনার বর্ষীয়ান সংসদ সঞ্জয় রাউত লিখেছেন যে, কেন্দ্রীয় সরকারের এমনিতে টাকা নেই, কিন্তু নির্বাচনে জয়লাভের জন্য, রাজ্য সরকারকে ফেলে দেওয়ার জন্য দেদার খরচ করে কেন্দ্রীয় সরকার। দেশের এমন ভয়াবহ পরিস্থিতি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি রাতে শান্তিতে ঘুমাতে পারেন, তাহলে সত্যিই প্রধানমন্ত্রীকে প্রশংসা করা উচিত বলে, মনে করছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শিবসেনার বর্ষীয়ান সাংসদ সঞ্জয় রাউত অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী যদি দিনের-পর-দিন রাজ্য সরকার গুলোকে এভাবে অস্থির করে তুলতে থাকেন, তবে খুব তাড়াতাড়ি রাশিয়ার মতো ভারতও ভেঙে পড়বে। তিনি অভিযোগ করেছেন যে, রাজনৈতিক কারণেই মুম্বাইতে মেট্রোর কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্র নিজের রাজনৈতিক স্বার্থের জন্য সাধারণ মানুষের ক্ষতি করছে। এর ফলে রাশিয়া যেমন ভেঙে পড়েছিল, তেমনি ভারতও একদিন ভেঙে পড়বে।

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত অভিযোগ করেছেন যে, চলতি বছরের চীনের সেনা ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। চীনের সেনারা ভারতের জমিকে কব্জা করে নিয়েছে। কিন্তু ভারত চীনের সেনাদের তাড়াতে পারেনি, পরিবর্তে জাতীয়তাবাদের তাস খেলেছে কেন্দ্র সরকার। তিনি অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় সরকারের চীনের পণ্য আমদানি বন্ধ করেছে, কিন্তু তার পরিবর্তে চীনের সেনাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেনি।

প্রধানমন্ত্রীর নামে সাংসদ সঞ্জয় রাউতের একাধিক আক্রমণ ও অভিযোগ করার পর তারপর উত্তর দিলো বিজেপি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশভাগের কথা কোন মতেই মেনে নেওয়া হবে না। সেই সাথে কটাক্ষ করা হলো সঞ্জয় রাউতকে। বিজেপি শিবসেনাকে কটাক্ষ করেছে সোনিয়া সেনা বলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!