এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রের বিরাট পদক্ষেপ, একধাক্কায় নিষিদ্ধ বহু দেশবিরোধী চ্যানেল

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রের বিরাট পদক্ষেপ, একধাক্কায় নিষিদ্ধ বহু দেশবিরোধী চ্যানেল


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামীকাল ২৩ সে জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী, যার মধ্যে দিয়ে শুরু হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি। আর এই পরিস্থিতিতে একের পর এক ওয়েবসাইট ও চ্যানেল নিষিদ্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। যাদের বিরুদ্ধে দেশ বিরোধিতার বিস্ফোরক অভিযোগ রয়েছে। দেশের বিরুদ্ধে মিথ্যা খবর সম্প্রচার, মানুষকে বিভ্রান্ত করা এই ধরনের একের পর এক অভিযোগ ছিল এই চ্যানেলগুলো বিরুদ্ধে। আর এদের প্রত্যেকেরই নিয়ন্ত্রক ছিল ভারতের শত্রুভাবাপন্ন প্রতিবেশী দেশ পাকিস্তান।

ইতিপূর্বে গত ডিসেম্বর মাসে দেশবিরোধীতার অভিযোগে কেন্দ্র সরকার নিষিদ্ধ করে দেয় মোট ২২ টি ইউটিউব চ্যানেলকে। বারবার বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে মানুষের মনে বিদ্বেষ বপন যাদের ছিল একমাত্র কাজ। এবার একযোগে ৩৫টি ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট নিষিদ্ধ করে দিল ভারত। যাদের প্রত্যেকের নিয়ন্ত্রক হলো পাকিস্তান। এই চ্যানেলগুলিতে ব্যাপক আকারে ছিল ফলোয়ার, হয়েছে প্রচুর ভিউ

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশবিরোধী বিষয় পেশ করার অভিযোগে একাধারে পঁয়ত্রিশটি ইউটিউব চ্যানেল, দুটি ইনস্টাগ্রাম, দুটি টুইটার, একটি ফেসবুক অ্যাকাউন্ট এছাড়াও দুটি ওয়েবসাইট বন্ধ করে দেয়া হলো। যাদের কাজ ছিল সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা ও মানুষের মনে বিদ্বেষের বীজ বপন করা যারা। প্রচুর ভুয়ো খবর, ভুয়ো তথ্য পরিবেশন, ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াত প্রসঙ্গেও একের পর এক আপত্তিকর ও বিদ্বেষপূর্ণ সম্প্রচার করেছিল এই চ্যানেলগুলো। একারণেই নেওয়া হলো কঠোর পদক্ষেপ।

এ প্রসঙ্গে বেশ কিছু বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র। তিনি জানিয়েছেন গোয়েন্দা সংস্থার কাছ থেকে এ বিষয়ে তাঁরা জানতে পেরেছিলেন। এরপরেই নেয়া হয়েছে এই কঠোর ব্যবস্থা। এই চ্যানেলগুলোর জনপ্রিয়তাও যথেষ্ট ছিল ১২ মিলিয়ন সাবস্ক্রাইবার, ১৩০ কোটির বেশি ভিউ হয়েছিল। দেশবিরোধী বিষয় প্রকাশ যাতে বন্ধ করা যায় সে জন্য সম্পূর্ণ প্রচেষ্টা চালাবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কেন্দ্রের এই পদক্ষেপ যথেষ্ট রকম তাৎপর্যপূর্ণ। এই অবস্থানের দ্বারা একটা বড়সড় বার্তা দেওয়া গেল শত্রুভাবাপন্ন প্রতিবেশী দেশ পাকিস্তানকে ও সেইসঙ্গে ভারত বিরোধী শক্তিরাও পেল বড়রকম শিক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!