এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > প্রজাতন্ত্র দিবসে নতুন শপথ, একি বললেন বিজেপির রাজ্য সভাপতি?

প্রজাতন্ত্র দিবসে নতুন শপথ, একি বললেন বিজেপির রাজ্য সভাপতি?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, এই অভিযোগ বিরোধীদের তরফ থেকে বারবার করা হয়। এমনকি রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালও এই অভিযোগ করেন। আর এই পরিস্থিতিতে এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবিধানকে মানা হয় না বলে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, প্রজাতন্ত্র দিবসের দিনে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতিতে রাজ্যে যে হিংসা চলছে, সেই হিংসার হাত থেকে বাঁচতে শপথ গ্রহণ করতে হবে বলেও জানিয়ে দিলেন তিনি। অর্থাৎ নাম না করে এদিন যে শাসকদলের উদ্দেশ্যেই কটাক্ষ জুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বর্তমানে সংবিধানকে মান্যতা দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে। বিগত বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা চলছে। আজকের দিনে দাঁড়িয়ে এই রাজনৈতিক হিংসা থেকে বাঁচার শপথ নিতে হবে।” একাংশ বলছেন, বিজেপি রাজ্য সভাপতি এদিনের অনুষ্ঠান থেকে শাসক দলকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

2021 এর বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয় সেই বিষয়টিই তুলে ধরে হিংসা কমানোর বার্তা দিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!