এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রকাশ্যে মাধ্যমিক- উচ্চমাধ্যমিক নিয়ে জনতার মতামত, চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন মমতা!

প্রকাশ্যে মাধ্যমিক- উচ্চমাধ্যমিক নিয়ে জনতার মতামত, চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  অবশেষে জনতার মতামতকে স্বীকৃতি দিয়ে এই রাজ্যে হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার কারণে যখন বড় বড় পরীক্ষা বাতিল হয়ে যেতে শুরু করেছে, তখন বাংলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না, তা নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন। তবে সরকারের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, এই পরীক্ষা গ্রহণ করা হবে। তবে সংক্ষিপ্ত আকারে যে সেই পরীক্ষা গ্রহণ হবে, তা জানিয়ে দিয়েছিলেন তিনি।

যার পরে প্রস্তুতি শুরু করে দিয়েছিল শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী এমনকি অভিভাবক অভিভাবিকারা। তবে অনেকেই যখন কেন্দ্রীয় স্তরের একাধিক পরীক্ষা বাতিল করা হচ্ছে, তখন রাজ্য কেন পরীক্ষা নিচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছিল বিশেষজ্ঞ কমিটি। তবে কমিটি গঠনের পরেও রবিবার স্কুল শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে।

যেখানে এই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা উচিত কি উচিত না, তা নিয়ে সরকারের পক্ষ থেকে জনতার মতামত চাওয়া হয়। আর এই মতামত প্রদানের ক্ষেত্রে সোমবার বেলা দুটো পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা ছিল। আর সেই সময়ের মধ্যে জনতার মতামত আসার সাথে সাথেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বেশিরভাগ জনমত পরীক্ষার বিপক্ষে যাওয়ায় এই বছরের মত ছাত্র-ছাত্রীদের শিক্ষা জীবনের প্রথম দুই বড় পরীক্ষা বাতিল করে দেওয়ার কথা জানিয়ে দিলেন তিনি।

বস্তুত, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে যখন সংশয় শুরু হয়েছিল, তখন তা মেটাতে রবিবার একটি পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার। যেখানে ইমেইল দিয়ে সোমবার বেলা দুটোর মধ্যে পরীক্ষা হওয়া উচিত কি উচিত না, তা নিয়ে সকলকে সিদ্ধান্ত জানানোর কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়। আর সেই মত করেই আজ দুপুর দুটো পর্যন্ত সরকারের কাছে যে সমস্ত আবেদন এসেছে, তার মধ্যে বেশিরভাগ পরীক্ষা বাতিল হওয়ার পক্ষে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই এই বছরের মত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে হচ্ছে না, সাংবাদিক বৈঠক থেকে সেই কথা জানিয়ে দেন তিনি। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “এই বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। তবে পড়ুয়াদের যেন কোনো অসুবিধা না হয়, সেটা দেখতে হবে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, সিবিএসইর মূল্যায়ন যেন একসঙ্গে হয়। জনমতকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হল।”

বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের সংকটকালীন মুহূর্তে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা উচিত। তাদের শিক্ষা ব্যবস্থা যেমন সুরক্ষার দিকে নিয়ে যাওয়া উচিত, ঠিক তেমনই তাদের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেই বিষয়টির কথা মাথায় রেখে সিংহভাগ মানুষ পরীক্ষা বাতিলের পক্ষে সওয়াল করেছেন। সেদিক থেকে সরকার এই দুই বড় পরীক্ষা নিয়ে কোনো রকম সিদ্ধান্ত একতরফা না নিয়ে মানুষের ওপর সবটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

আর মানুষ তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরেই সেই জনতা জনার্দনের মতকে প্রাধান্য দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে পরীক্ষার মূল্যায়ন হলেও এবং নম্বর আলোচনার ভিত্তিতে কিভাবে ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে, তার সবটা হলেও এই বছরের মত হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!