এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রকাশ্য সভা থেকে মিঠুনের বিরুদ্ধে মুখ খুললেন মমতা, জেনে নিন, কি বললেন তিনি!

প্রকাশ্য সভা থেকে মিঠুনের বিরুদ্ধে মুখ খুললেন মমতা, জেনে নিন, কি বললেন তিনি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু ধীরে ধীরে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন তিনি। বেশ কিছুদিন রাজনীতিতে দেখা যায়নি তাকে। তবে সাম্প্রতিক কালে তিনি যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। আর বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে তারকা প্রচারক হিসেবে পৌঁছে যেতে দেখা যাচ্ছে মহাগুরুকে।

যেখানে কখনও জাত গোখরো, আবার কখনও বা এক ছোবলে ছবির মত সিনেমার চমকপ্রদ ডায়লগ দিয়ে কার্যত আসর মাত করে দিচ্ছেন মহাগুরু। আর এই পরিস্থিতিতে এবার উত্তর 24 পরগনার হাবড়ার নির্বাচনী জনসভা থেকে সেই মিঠুন চক্রবর্তীর আক্রমণের জবাব দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বস্তুত, পঞ্চম দফায় হাবরা বিধানসভা কেন্দ্রের নির্বাচন। আর তার আগে আজ শুক্রবার হাবরায় একটি নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই নাম না করে মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করেন তিনি। তৃণমূল নেত্রী বলেন, “সিনেমার গোখরো আর বাস্তবের গোখরোর মধ্যে অনেক পার্থক্য। রিয়েল লাইফে গোখরো কামড়ালে এক ছোবলে ছবি। আজকে ছেলেকে বাঁচাতে নানা মিথ্যে কথা বলছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ মিঠুন চক্রবর্তীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন, তা বলার অপেক্ষা রাখে না। এতদিন তৃণমূল নেত্রী বা নিজের প্রাক্তন তৃণমূল কংগ্রেসকে নানা ইস্যুতে আক্রমণ করেছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ খুলতে দেখা যায়নি। তবে এবার গোটা বিষয় নিয়ে মন্তব্য করে নাম না করে মিঠুন চক্রবর্তীকে কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূল নেত্রী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করার কারণে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদের হয়ে মিঠুন চক্রবর্তীর মত তৃণমূলের প্রাক্তন সাংসদ যেভাবে প্রচার করতে শুরু করেছেন, তাতে শাসকদলের অস্বস্তি ক্রমশ বাড়ছে। 2 টাকা কেজি দরে চাল থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন মহাগুরু।

মাঝেমধ্যেই সিনেমার ডায়লগ দিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন তিনি। আর এবার বাস্তবের গোখরো এবং সিনেমার গোখরোর মধ্যে অনেক পার্থক্য বলে পাল্টা মিঠুন চক্রবর্তীকে বিধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!