এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > প্রকাশ্যেই প্রভাবশালী নেতাকে পেটাচ্ছে কর্মীরা! দল চুপ থাকায় তীব্র ক্ষোভ বিজেপির নীচুতলায়

প্রকাশ্যেই প্রভাবশালী নেতাকে পেটাচ্ছে কর্মীরা! দল চুপ থাকায় তীব্র ক্ষোভ বিজেপির নীচুতলায়


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করেছে। বিজেপির মত শৃঙ্খলা পরায়ন দলে এভাবে গোষ্ঠী কোন্দল শুরু হওয়ায় রীতিমতো অস্বস্তি বাড়ছে। জানা গেছে, বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি আশুতোষ পালকে হেনস্তা এবং জামা কাপড় ধরে টানাটানি করার চার দিন কেটে যাওয়ার পর দলের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

যার ফলে নীচুতলায় ক্ষোভ ক্রমশ বাড়তে শুরু করেছে। যেখানে দলের সভাপতি দলের নেতাকর্মীদের হাত থেকে সুরক্ষিত নয়, সেখানে কিভাবে বিজেপি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে, সেটাই এখন প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দলের অন্দরে। যদি দলের শৃঙ্খলা বজায় রাখতে বিজেপি এখন কঠোর পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে ভবিষ্যতে এরকম সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা‌। কেন জেলার সভাপতিকে হেনস্তা করার পরেও দলের শীর্ষ নেতৃত্ব অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না! এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

জানা গেছে, বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি আশুতোষ পালকে হেনস্থা করার পরেই দলের কোর কমিটির সদস্যরা এই ব্যাপারে বৈঠকে বসেছিলেন। যেখানে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা শোনা গিয়েছিল সকলের গলায়। পরবর্তীতে এই গোটা ঘটনার কথা জানিয়ে জেলা থেকে বেশ কয়েকজনের নাম রাজ্যে পাঠানো হয়। এমনকি রাজ্য নেতৃত্ব এই ব্যাপারে কি ব্যবস্থা নেয়, সেদিকেই তাকিয়ে ছিলেন জেলা নেতৃত্বরা। কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতির সমাধান হতে দেখা যায়নি। জেলা সভাপতিকে হেনস্থা করলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি ভারতীয় জনতা পার্টি।

যার ফলে নীচুতলায় ক্ষোভ দানা বাধতে শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, মন্ডল সভাপতি বদলের পর থেকেই দলের অন্দরে বিক্ষোভ তৈরি হতে শুরু করেছিল। বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা পার্টি অফিসের সামনে বিজেপি কর্মীদের একটা অংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। যেখানে আশুতোষ পালকে সরানোর দাবি তোলেন তারা। আর এরপরই আশুতোষবাবুর অফিসে ঢুকে তাকে হেনস্থা করে বিজেপির একাংশ।

এদিকে তাৎপর্যপূর্ণভাবে সেদিনই পার্টি অফিস থেকে 10 কিলোমিটারের মধ্যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা ছিল। হেনস্থা হওয়ার পর সেই ছেঁড়া পোশাক পড়েই সেখানে হাজির হন তিনি। কিন্তু রাজ্য সভাপতি সেখানে থাকলেও জেলা সভাপতির সঙ্গে সামনাসামনি তাকে কোনো কথা বলতে দেখা যায়নি। পরবর্তীতে বিজেপির মত সাংগঠনিক শৃঙ্খলা পরায়ন দলে যখন জেলা সভাপতি হেনস্থা হলেন, তখন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বলে আশা করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই রকম কোনো পদক্ষেপ না নেওয়ায় তৈরি হয়েছে বিভ্রান্তি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন এখনও পর্যন্ত জেলা সভাপতিকে হেনস্থা করা হলেও, অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হল না? এদিন এই প্রসঙ্গে নদীয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপির পর্যবেক্ষক মাফুজা খাতুন বলেন, “গোটা বিষয়টি জেলা সভাপতি দেখছেন। যা করার বা বলার, তিনিই বলবেন।” একাংশ বলছেন, মঙ্গলবার এখানে কর্মী সম্মেলন রয়েছে। রাজ্য নেতারা সেখানে হাজির থাকবেন। তাই সেখান থেকে দলের শৃঙ্খলাভঙ্গ কারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার কথা শোনা যেতে পারে বিজেপি নেতৃত্বের গলায়।

এদিকে এই ব্যাপারে জেলা সভাপতি আশুতোষ পালকে ফোন করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু বিজেপির মত সাংগঠনিক, শৃঙ্খলাপরায়ন দলে এভাবে জেলা সভাপতি হেনস্থা হওয়ার পরেও কেন তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে গেরুয়া শিবিরের অন্দরমহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!