এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রকাশ্যে দলীয় নেতাকে কটুক্তি তৃনমূল নেত্রীর! বাড়ছে বিড়ম্বনা!

প্রকাশ্যে দলীয় নেতাকে কটুক্তি তৃনমূল নেত্রীর! বাড়ছে বিড়ম্বনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ বেড়েই চলেছে। যেভাবে এক নেতা অপর নেতার বিরুদ্ধে প্রকাশ্যে কটুক্তি করতে শুরু করেছেন, তা রীতিমতো ভাবাতে শুরু করেছে শাসক দলকে। সূত্রের খবর, এদিন রানাঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তৃণমূলের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। আর সেখানেই দলের এক অঞ্চল সভাপতিকে কটুক্তি করার অভিযোগ ওঠে মহিলা সভানেত্রীর বিরুদ্ধে।

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। দলের একজন কর্মীকে কেন এইভাবে প্রকাশ্য সভায় কটুক্তি করলেন তৃণমূলের মহিলা নেত্রী, তা নিয়ে তিনি দলের অন্দরেই তৈরি হয়েছে প্রশ্ন। জানা গেছে, এদিন রানাঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তৃণমূলের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই যুব তৃনমূলের পক্ষ থেকে নির্বাচিত অঞ্চল সভাপতির নাম করে কটূক্তি করেন ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী। পাশাপাশি তাকে হুঁশিয়ারি দিতেও দেখা যায় এই মহিলা নেত্রীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বস্তুত, শীর্ষস্তর থেকে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করবার জন্য কড়া বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু তারপরেও বিভিন্ন জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের জন্য অস্বস্তি বাড়ছে শাসক দলের। নির্বাচনের আগে তৃণমূলের পক্ষ থেকে তা বন্ধ করবার জন্য নানা পদক্ষেপ নেওয়া হলেও, লাভের লাভ কিছুই হচ্ছে না। আর এদিন রানাঘাটে নেত্রীর জন্মদিনের মঞ্চে যেভাবে মহিলা নেত্রী এক নেতাকে রীতিমত কটুক্তি করলেন, তা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, এই রানাঘাটে যে তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তা খুব ভাল করেই জানে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর তাই আগামী 11 জানুয়ারি রানাঘাটে সভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তার সভার আগেই তার জন্মদিন উপলক্ষে যেভাবে অনুষ্ঠানে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চলে এল, তাদের রীতিমতো বেকায়দায় ঘাসফুল শিবির। অনেকে বলতে শুরু করেছেন, তৃণমূলের সবথেকে বড় কাটা বিজেপি। আর তাকে রুখতে হলে তৃণমূলের নিজেদের সমন্বয় অত্যন্ত জরুরি। কিন্তু সেই সমন্বয়ে যে এখনও ঘাটতি, তা আরও একবার প্রমাণিত হয়ে গেল বলেই মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!