এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রকৃতির রোষানলে উত্তরবঙ্গ ! বন্যা পরিস্থিতি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন এলাকাবাসী !জারি হলুদ সতর্কতা !

প্রকৃতির রোষানলে উত্তরবঙ্গ ! বন্যা পরিস্থিতি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন এলাকাবাসী !জারি হলুদ সতর্কতা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  রাজ্যের দুই বাহু একটি দক্ষিণবঙ্গ ও অপরটি উত্তরবঙ্গ ।এই দুই মেরুতে প্রাকৃতিক রোষানলে কার্যত অতিষ্ঠ হয়ে পড়েছে বঙ্গবাসী । যেখানে একদিকে একনাগাড়ে চলছে খরা মরশুম অপরদিকে প্রবল বৃষ্টি । যেখানে দক্ষিণবঙ্গের মানুষ  বৃষ্টির আশায় চাতক পাখির মতো চেয়ে রয়েছে , ঠিক পশ্চিমবঙ্গের অপর মেরু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে কার্যত দিশেহারা হয়ে পড়েছে উত্তরবঙ্গের সাধারণ মানুষ। অতি বর্ষণে বেহাল অবস্থা হয়ে পড়েছে উত্তরবঙ্গের তিস্তা নদীর জল যেখানে বিপদসীমার উপর দিয়ে এই নদীর জল বইছে ফলে ওই এলাকায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা যারফলে একেবারে নড়েচড়ে বসেছে প্রশাসন ও সাধারণ মানুষ ।

লাগাতার বর্ষণে ইতিমধ্যেই ভেসে গেছে আলিপুরদুয়ার। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাসিমারায় বৃষ্টি হয়েছে ২০৯ মিলিমিটার। জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার শহর। তিস্তায় জলস্ফীতির ফলে গত বছরের বন্যার স্মৃতি উঁকি মারতে শুরু করেছে তিস্তাপাড়ের বাসিন্দাদের মনে। সূত্রের খবর তিস্তা নদীর বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন গভীর রাতেই গ্রাউন্ড জিরোতে পৌঁছে যায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা যেখানে নদীর বাঁধ ঠিকমতো রয়েছে কিনা তা সরাসরি পরিদর্শন করেন আধিকারিকরা ।

এই প্রসঙ্গে পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘আমরা পৌরসভার সঙ্গে তিস্তার সুকান্ত নগর কলোনি-সহ বিভিন্ন অসংরক্ষিত এলাকা পরিদর্শন করলাম। স্থানীয় বাসিন্দাদের অভাব অভিযোগ শুনলাম। তিস্তা বাঁধের কোন কোন জায়গায় ক্ষতি হয়েছে তা দেখলাম। আপাতত পরিস্থিতি ঠিক আছে। জল বাড়লে সমস্যা হতে পারে। তবে চিন্তার কারণ নেই, আমরা সতর্ক রয়েছি। এলাকাবাসীদের সতর্ক থাকতে বললাম। তিস্তা নদীর এইসব এলাকাগুলির পরিস্থিতি আমরা সেচ দফতরকে জানাব।’ সব মিলিয়ে এখন দেখার বিষয় লাগাতার অতি বর্ষণের ফলে উত্তরবঙ্গে তিস্তা নদীর জলস্ফীতি কতটা নিয়ন্ত্রণে থাকে সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!