এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রকল্পের কাজে বাধা দিলেই দায়ের মামলা, পুলিশকে কড়া নির্দেশ অভিষেকের!

প্রকল্পের কাজে বাধা দিলেই দায়ের মামলা, পুলিশকে কড়া নির্দেশ অভিষেকের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এবার ডায়মন্ডহারবারের জল প্রকল্পের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে প্রকল্পের কাজ কোনোমতেই ফেলে রাখা যাবে না বলে জানিয়ে দিলেন তিনি। শুধু তাই নয়, এই প্রকল্পের কাজে যদি কেউ বাধা দেয়, তাহলে পুলিশকে আইনগত দিক থেকেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন তৃণমূলের এই হেভিওয়েট সাংসদ। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন ডায়মন্ড হারবারে জল প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “নির্দিষ্ট সময়ের মধ্যে 2024 সালের মধ্যে এই কাজ শেষ করতে হবে। কেউ যদি মাতব্বরি করে, কেউ যদি কাজে বাধা দেয়, পুলিশকে বলব, স্বতঃপ্রণোদিত মামলা শুরু করে আইনগত দিক দিয়ে ব্যবস্থা নিতে হবে।” স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত এই প্রকল্প আটকাতে যে কোনো চেষ্টাই করা যাবে না, তা স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়‌। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!