এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > প্রকাশ্যে দলীয় প্রাক্তন মন্ত্রীকে তোপ, দলের অন্দরে ক্রমশ চওড়া হচ্ছে ফাটল

প্রকাশ্যে দলীয় প্রাক্তন মন্ত্রীকে তোপ, দলের অন্দরে ক্রমশ চওড়া হচ্ছে ফাটল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারে পরাজিত হওয়ার পর এবার কংগ্রেসের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠল। ইতিমধ্যেই সেখানে কংগ্রেসের দুই গোষ্ঠীর বিভাজন কার্যত স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। যার ফলে ব্যাপক অস্বস্তিতে পড়েছে হাত শিবির। এমনিতেই রাজ্যে বহু আশা করেও খুব ভালো ফল করতে পারেনি কংগ্রেস। আর তার মধ্যেই নির্বাচন পরবর্তী সময়কালে গান্ধী পরিবারের সঙ্গে আরেক গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় রীতিমত অস্বস্তি বাড়ছে হাত শিবিরের অন্দরমহলে।

সূত্রের খবর, ইতিমধ্যে প্রকাশ্যে গান্ধী পরিবারকে খোঁচা দিয়েছেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। যেখানে তিনি বলেন, “বিহার ও সাম্প্রতিক উপ নির্বাচনে কংগ্রেসের খারাপ ফল নিয়ে দলের তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তারা হয়ত ভাবছেন সব ঠিক আছে। এটাই দলের অভ্যেসে দাঁড়িয়েছে।” স্বভাবতই কপিল সিব্বলের মত নেতার এই ধরনের মন্তব্য যে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে, তা বলার অপেক্ষা রাখে না। আর এই পরিস্থিতিতে দলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় আরও বেশি করে অস্বস্তি বাড়ছে কংগ্রেস নেতৃত্বের বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে কপিল সিব্বল যখন এই ধরনের মন্তব্য করছেন, তখন তাকে পাল্টা কটাক্ষ করেছেন সোনিয়া গান্ধীর ঘনিষ্ঠ অশোক গেহলট। এদিন তিনি বলেন, “কপিল সিব্বলের এভাবে জনসমক্ষে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলা উচিত হয়নি। এতে দলের কর্মীদের মনে আঘাত লেগেছে। কংগ্রেস এর আগেও বহু সংকটের মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু প্রতিবারই আমরা আগের চেয়েও আরও শক্তিশালী হয়ে উঠে এসেছি। আর সেটা সম্ভব হয়েছে আমাদের আদর্শ, নীতি, কর্মসূচি আর নেতৃত্বের প্রতি বিশ্বাস রেখে। আজও কংগ্রেসই একমাত্র দল, যারা গোটা দেশকে একত্রিত করে সার্বিক উন্নয়নের পক্ষে এগিয়ে যেতে পারে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, কপিল সিব্বল এবং অশোক গেহলটের এই ধরনের মন্তব্যই কার্যত পরিষ্কার যে, কংগ্রেস এখন আড়াআড়ি ভাবে বিভক্ত। স্বাভাবিক ভাবেই দলের শীর্ষ দুই নেতার মধ্যে যদি এইভাবে দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে নীচুতলায় যে আরও বেশি করে ফাটল তৈরি হবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

অনেকেই বলতে শুরু করেছেন, পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে। বিহারে বহু আশা করেও বিরোধী মহাজোট ক্ষমতা দখল করতে পারেনি। তবে বিরোধী আসনে থাকার দরুন তাদের আরও বেশি করে সক্রিয় হওয়া উচিত। কিন্তু তার বদলে যেভাবে কংগ্রেস পরাজিত হওয়ার পরেই গান্ধী পরিবারের সঙ্গে আড়াআড়ি ভাবে আরেক গোষ্ঠীর বিভাজন প্রকাশ্যে এল, তাতে কংগ্রেসের সাংগঠনিক উন্নতি নিয়ে নানা মহলে সংশয় তৈরি হয়েছে।

যদিও বা সংগঠনের উন্নতি না করে কংগ্রেস নেতৃত্ব নিজেদের মধ্যে এভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, তাহলে তারা কিভাবে বিজেপির মত শক্তির মোকাবিলা করবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!