এখন পড়ছেন
হোম > অন্যান্য > ‘ষড়যন্ত্র ফাঁসের’ প্রোমো! মুসলিম সমাজের মর্যাদাহানির দায়ে সম্প্রচার বন্ধ বিশেষ অনুষ্ঠানের!

‘ষড়যন্ত্র ফাঁসের’ প্রোমো! মুসলিম সমাজের মর্যাদাহানির দায়ে সম্প্রচার বন্ধ বিশেষ অনুষ্ঠানের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগে মুসলিমদের জেহাদ নিয়ে বিতর্কিত অনুষ্ঠান দেখিয়ে বড়সড় মুশকিলে পড়েছিল একটি টিভি চ্যানেল। সেই ধাক্কা সামলাতে যেতে হয়েছিল আদালতে। বুদ্ধিজীবীরা মনে করেছিলেন এর থেকে বর্তমানে ভারতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। তাছাড়া সেখানে জাতি ধর্ম নিরপেক্ষ এই দেশের সংবিধানে যে কোনো জাতির প্রতি কালিমা লেপনের প্রচেষ্টাই অপরাধ, সেখানে একটি টিভি চ্যানেলে প্রচারিত হওয়া সেই তথ্য সর্বাগ্রে বন্ধ করা উচিত। যার জের সইতে হয়েছিল সেই চ্যানেল কর্তৃপক্ষকে।

কিছুদিন আগে, সুদর্শন চ্যানেলের “বিন্দাস বোল” নামক একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সমস্ত ঘটনার সূত্রপাত হয়। ঘটনার বিষয় পর্যবেক্ষণে জানা যায়, সেখানে ইউপিএসসি পরীক্ষায় কীভাবে মুসলিমরা ভুল পদ্ধতি অনুসরণ করে চলেছে তা দেখানোর চেষ্টা করা হয়েছিল। যদিও অনুষ্ঠানটি সম্প্রচারিত করা হয়নি। তার আগে একটি প্রচারমূলক ছোট অংশই প্রকাশ করা হয়েছিল মাত্র। তবুও সেই নিয়েই উত্তেজনার সৃষ্টি হয় বলে জানা গেছে। কিন্তু, পরে মামলার জেরে দিল্লি হাই কোর্টের নির্দেশে সুদর্শন টিভি চ্যানেলের ওই অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ করা হয় বলে জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি সেই মামলার শুনানি হয়, যার ফলে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি ইন্দু মলহোত্র এবং বিচারপতি কে এম জোসেফের বেঞ্চে ওঠে মামলাটি। আবেদনকারীদের পক্ষে আইনজীবী গৌতম ভাটিয়া, সাদন পরাশর, এবং আনাস তনভির আদালতে সওয়াল করেন। তাঁদের কথায় মূলত মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যেই এই সম্প্রচার। যা কিনা মুক্ত চিন্তার পথকে রুদ্ধ করছে। অন্যদিকে, সুদর্শন টিভির তরফে বলা হয়, জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থেই ওই অনুষ্ঠান সম্প্রচারিত করার চেষ্টা করা হয়েছে। ফলে কোনো ভাবেই কোনো সম্প্রদায়ের প্রতি অবিচার করার চেষ্টা করাটা তাদের উদ্দেশ্য নয়।

তবে এদিন দুপক্ষের কথা শুনে বিচারকের বক্তব্য ছিল, অনুষ্ঠানে যা দেখানো হয়েছে, তা দেখে প্রাথমিকভাবে তা মুসলিম সমাজের প্রতি অবমাননাকর বলেই মনে হয়েছে। তাই তাঁদের মতে, পাঁচ জন বিশিষ্ট নাগরিককে নিয়ে একটি কমিটি গঠন করা হোক, যাঁরা বৈদ্যুতিন মাধ্যমের জন্য একটি নির্দিষ্ট মান তৈরি করে দিতে পারবেন। আর তাই, সুদর্শন টিভির ‘বিন্দাস বোল’ অনুষ্ঠানের দু’টি পর্বের সম্প্রচার বন্ধ করেছে বলেই জানিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে, শো এর নির্মাতাদের বক্তব্য, এটা সংবাদমাধ্যমের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। নাহলে চার ঘণ্টার অনুষ্ঠানের কয়েক সেকেন্ড আদালতে দেখিয়ে অনুষ্ঠান বন্ধ করা যায় না। তাই দেশের নিরাপত্তার স্বার্থে অনুসন্ধান চালিয়ে যে খবর তাঁরা জোগাড় করেছেন, তা থেকে এখনই সরে যাচ্ছেন না বলেই জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!