এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রনব-স্মরণে শুভেন্দুর পৃথক পৃথক কর্মসূচিতে কোথাও নেই তৃণমূলের নাম! তীব্র জল্পনা শাসকদলের অন্দরে

প্রনব-স্মরণে শুভেন্দুর পৃথক পৃথক কর্মসূচিতে কোথাও নেই তৃণমূলের নাম! তীব্র জল্পনা শাসকদলের অন্দরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী – বর্তমানে বঙ্গ রাজনীতিতে জল্পনার একদম শীর্ষকেন্দ্রে রয়েছেন তিনি। রাজ্যের হেভিওয়েট মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত। নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন পাইয়ে দিয়েছেন তিনিই। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস সরকার আসার পর দক্ষ সাংগঠনিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে গড়ে তুলে একের পর এক জেলায় যেখানে বিরোধীরা নিজেদের শক্ত ভোটব্যাঙ্ক গড়ে তুলেছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়ে জেলা পুনরুদ্ধার করেছেন। যদিও এর পর তাঁর ক্ষমতা অনেকাংশে খর্ব করা হয় যাকে কেন্দ্র করে রীতিমত জল্পনা বাড়ছে বাংলার রাজনৈতিক মহলে।

তৃণমূলের সাংগঠনিক বৈঠকে শুভেন্দু অধিকারী বড়সড় দায়িত্ব পাবেন বলে মনে করা হলেও তাকে সেরকম কোনো দায়িত্ব দেওয়া হয়নি। উল্টে তার অনুগামীরা শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার নিয়ে বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন‌। যার ফলে জল্পনা বেড়েছে। কেননা তৃণমূলে যদি কোনো নেতা কোনো কর্মসূচি নেন, তাহলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তৃণমূল কংগ্রেসের লোগো থাকা বাধ্যতামূলক।

সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর অনুগামীরা মানুষের পাশে দাঁড়ালে সেখানে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর ছবি থাকতেই দেখা গেছে। তবে এই সমস্ত কিছুকে স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া গেলেও, এবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণসভায় শুভেন্দু অধিকারী উপস্থিত থাকলেও তৃণমূলের কোনো ব্যানার না থাকায় নতুন করে গুঞ্জন তৈরি হতে শুরু করেছে।

সূত্রের খবর, এদিন তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির নামে একটি সংগঠনের পক্ষ থেকে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রতি সম্মান জানিয়ে একটি স্মরণসভার আয়োজন করা হয়। জানা গেছে, এই সংগঠনের সভাপতি রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে তিনি উপস্থিত আছেন, অথচ তৃণমূলের কোনো ব্যানার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ছবি নেই,  তাহলে কি তিনি কার্যত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে, দলের থেকে এবার তিনি দূরত্ব অবলম্বন করবেন!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই প্রাক্তন রাষ্ট্রপতিকে সম্মান জানাতে গিয়ে সেখানে কোনরূপ তৃণমূলের ফ্লেক্স ফেস্টুন দেখা গেল না! রাজনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য এই ব্যাপারটিকে খুব একটা সহজ হিসেবে ভাবতে নারাজ। তাদের বক্তব্য, দলে ঠিকমতো গুরুত্ব না পাওয়ার কারণে এবার শুভেন্দু অধিকারী নিজের মতো করে নানা কর্মসূচি করতে শুরু করেছেন। অর্থাৎ এই কর্মসূচির মধ্য দিয়ে তিনি দলকে বার্তা দিতে চাইছেন যে, দল যদি তাকে গুরুত্ব না দেয়, তাহলে তিনিও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলে দাবি একাংশের।

এদিনের এই স্মরণ সভায় উপস্থিত হয়ে প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “2009 সালে আমি যখন লোকসভায় এখানে লড়াই করছি, তখন প্রণববাবু পুরুলিয়া থেকে হেলিকপ্টারে করে মহিষাদলে এসেছিলেন। আমার কাঁধে হাত রেখে মহিষাদলের মানুষের কাছে বলে গিয়েছিলেন, আমি তোমাদের এতটুকু বলতে এসেছি, আমার উত্থান সতীশদা, সুশীলদার হাত ধরে। আমি শুভেন্দুকে দিয়ে গেলাম তমলুকের মানুষের কাছে। শুভেন্দুকে তোমরা জেতাও, শুভেন্দু তোমাদের সঙ্গে কখনও বিশ্বাসঘাতকতা করবে না। এই কথা প্রণব মুখোপাধ্যায় বলে গিয়েছিলেন হাজার হাজার মানুষের উপস্থিতিতে এবং আপনারা দুহাত ভরে আমাকে সংসদে পাঠিয়েছিলেন।”

কিন্তু আশ্চর্যের কথা, যে দল থেকে শুভেন্দু অধিকারী তখন নির্বাচিত হয়েছিলেন এবং বর্তমানে তিনি যে দল থেকে মন্ত্রী হয়েছেন, সেই তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম একবারের জন্যও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেননি রাজ্যের পরিবহনমন্ত্রী। যা আরও জল্পনা বাড়াচ্ছে বাংলার রাজনৈতিক মহলে।

আর এখানেই একাংশের প্রশ্ন, তাহলে কি এবার শুভেন্দু অধিকারী দলের সঙ্গে সত্যি সত্যিই দূরত্ব তৈরি করতে শুরু করে দিলেন? যদি তাই হয়, তাহলে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যে এই শুভেন্দু অধিকারীর জন্য অনেকটাই চাপে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শুভেন্দু অধিকারীর ভাবগতিক দেখে যা মনে হচ্ছে, তাতে তিনি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে খুব একটা ঘনিষ্ঠ অবস্থায় নেই, তা কার্যত নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে। যদিও বা এই ব্যাপারে কিছুই বলেননি রাজ্যের পরিবহনমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!