এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্ররোচনা দিয়েছে বিরোধীরা, পৌর নির্বাচন নিয়ে বিস্ফোরক পার্থ!

প্ররোচনা দিয়েছে বিরোধীরা, পৌর নির্বাচন নিয়ে বিস্ফোরক পার্থ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের পৌরসভা নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হয়েছে, এই অভিযোগ তুলে ধরে সরব বিজেপি থেকে শুরু করে প্রতিটি বিরোধী রাজনৈতিক দল। আর এই পরিস্থিতিতে শাসক দলের পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বিরোধীদের ঘাড়েই দায় চাপানো হয়েছে। এমতাবস্থায় বিরোধীদের দিকেই পাল্টা প্রশ্ন তুলে দিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যেখানে বিভিন্ন জায়গায় বিরোধীরা গিয়ে প্ররোচনা দিয়েছে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন পৌরভোটে অশান্তি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃণমূল মহাসচিব বলেন, “রাজ্যের 11 হাজার 280 টি বুথের মধ্যে কটা বুথে এরকম গন্ডগোল হয়েছে! যেখানে মানুষ, যেখানে ভোটাররা নিজেদের ভোট দিতে পারেননি এর সংখ্যা কত! কেন্দ্রীয় মন্ত্রীরা, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাওয়া বিজেপির রাজনৈতিক নেতারা, এমনকি কংগ্রেসের নেতারাও বিভিন্ন জায়গায় গিয়ে প্ররোচনা দিয়েছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, বিরোধীদের অভিযোগের পাল্টা বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বুঝিয়ে দিলেন যে, বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ করছে। এক্ষেত্রে তারাই কোনো কোনো জায়গায় গিয়ে অশান্তি তৈরি করার চেষ্টা করেছে বলে দাবি করলেন এই তৃণমূল নেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!