এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রশাসক হয়েই মানুষের মন জয়ের চেষ্টা, শেখরের প্রশংসায় পঞ্চমুখ বালুরঘাট!

প্রশাসক হয়েই মানুষের মন জয়ের চেষ্টা, শেখরের প্রশংসায় পঞ্চমুখ বালুরঘাট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর বিধানসভা নির্বাচনে বালুরঘাট বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেননি। আর এরপর থেকেই শেখর বাবু আদৌ সক্রিয় রাজনীতিতে থাকবেন কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে বালুরঘাট পৌরসভার প্রশাসক বোর্ডের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে। আর প্রশাসক বোর্ডের প্রধান হওয়ার সাথে সাথেই বালুরঘাট বাসীর পাশে দাঁড়িয়ে রীতিমতো মাস্টারস্ট্রোক দিলেন শেখর দাসগুপ্ত।

সূত্রের খবর, বর্তমানে রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি বালুরঘাট পৌরসভা এলাকাতেও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে সেই ক্যাম্পগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর হঠাৎ করেই এদিন একটি ক্যাম্পে গিয়ে উপস্থিত হন বালুরঘাট পৌরসভার সদ্য নিযুক্ত প্রশাসক শেখর দাসগুপ্ত। শুধু ক্যাম্পে উপস্থিত হওয়াই নয়, রীতিমতো সাধারণ মানুষদের ফর্ম ফিলাপ করতে অসুবিধে হচ্ছে জেনে নিজে হাতেই সেই ফর্ম পূরণ করে দেন চেয়ারম্যান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এভাবে প্রশাসক বোর্ডের প্রধানকে পেয়ে রীতিমত খুশি বালুরঘাট পৌরসভা এলাকার মানুষ। অনেকেই বলছেন, এর আগে নির্বাচিত বোর্ডের চেয়ারম্যানরাও এভাবে মানুষের পাশে থাকেননি। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে মনোনীত প্রশাসক শেখরবাবু যেভাবে দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত হয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করছেন, তা কার্যত নজিরবিহীন বলেই দাবি বালুরঘাট বাসীর। হঠাৎ করে তিনি দুয়ারে সরকার ক্যাম্পে উপস্থিত হলেন কেন? তাহলে কি মানুষের মন জয়ের চেষ্টার কৌশল?

এদিন এই প্রসঙ্গে বালুরঘাট পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান শেখর দাসগুপ্ত বলেন, “যখন দলের সঙ্গে যুক্ত ছিলাম, তখন মানুষের পাশে থাকতে এই রকম কর্মসূচিতে যুক্ত হয়েছি। প্রশাসক হিসেবে নয়, মানুষ হিসেবে মানুষের পাশে থাকতেই মানুষকে সহযোগিতা করছি। এর পেছনে অন্য কোনো কারণ নেই।” তবে শেখর দাসগুপ্ত এই ব্যাপারে যে কথাই বলুন না কেন, ভোটবাক্সে জনতার থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর পৌরসভার প্রশাসক বোর্ডের প্রধান হতেই ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন থেকেই মানুষের মন পেতে এই ধরনের কাজ করছেন তিনি বলেই দাবি করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!