এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রশাসনিক নিয়মে বড় বদল আনলেন মমতা, জেনে নিন!

প্রশাসনিক নিয়মে বড় বদল আনলেন মমতা, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –    সদ্য অবসর নেওয়া রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে কেন্দ্র বনাম রাজ্যের দড়ি টানাটানি ভয়াবহ আকার ধারণ করেছিল। শেষ পর্যন্ত কেন্দ্রের ডাকে সাড়া না দিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় তাঁর চাকরি জীবন শেষ করেন রাজ্যে। অবসর নিয়ে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা হিসেবে আগামী তিন বছরের জন্য কাজ করবেন তিনি। ইতিমধ্যেই সেই কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এবার সচিবদের ক্ষেত্রে বড় পদক্ষেপ নিতে চলেছেন তিনি। বস্তুত, একাধিক দপ্তরের একজন সচিব দায়িত্বে রয়েছেন। যার ফলে কাজকর্মে অনেকটাই সমস্যা হচ্ছে। তাই এক দপ্তরের এক সচিব নিয়ম প্রশাসনের ক্ষেত্রে নিয়ে আসতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কাজের গতি বাড়ার পাশাপাশি যাতে কোনো সমস্যা তৈরি না হয় তার জন্যই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্তর দড়ি টানাটানির পর কাজের গতি বাড়ানোর জন্য সচিবদের ক্ষেত্রে একটি ভাবনা আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুর্যোগ থেকে শুরু করে করোনা, একাধিক দপ্তরের সচিব পদে এক ব্যক্তি রয়েছেন। ফলে প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে অনেকটাই ঢিলেমি দেখা যাচ্ছে। তাই বর্তমান পরিস্থিতিতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, তার জন্য এক দপ্তর, এক সচিব নিয়ম আনতে চলেছে রাজ্য সরকার।

অর্থাৎ বিশেষজ্ঞদের একাংশ বলছেন, একজন সচিব যদি একাধিক দপ্তরের দায়িত্বে থাকে, তাহলে তার কাজ করতে অনেকটাই অসুবিধে হয়। এমনকি সেই কাজে অনেকটাই দেরি হয়ে যায়। তবে তাড়াতাড়ি কাজ করার ক্ষেত্রে এবং মানুষকে সুবিধা দেওয়ার ক্ষেত্রে একজন সচিব একজন দপ্তরের দায়িত্বে থাকলে, তা অনেকটাই সুবিধা হয়। যার কারণে মুখ্যমন্ত্রীর এই ভাবনা বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!