এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রশাসনে বদলের পেছনে কি জুনিয়র চিকিৎসকদের ক্রেডিট? মানতে নারাজ সৌগত রায়!

প্রশাসনে বদলের পেছনে কি জুনিয়র চিকিৎসকদের ক্রেডিট? মানতে নারাজ সৌগত রায়!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- জুনিয়র চিকিৎসকরা তাদের দাবি নিয়ে এখনও পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দেখা গিয়েছে রাজ্যের পক্ষ থেকে কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক পদে বদল আনা হয়েছে। অর্থাৎ জুলিয়ার চিকিৎসকরা যে দাবি করেছিল, তা পূরণ করেছে সরকার। আর এতেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জয় বলেই মনে করছেন একাংশ। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার প্রশাসনে এই বদলের পেছনে জুনিয়র চিকিৎসকদের কোন ক্রেডিট নেই বলেই বুঝিয়ে দিতে চাইলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

সূত্রের খবর, এদিন এক সংবাদ মাধ্যমের তরফে তাকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এটা আমি চিকিৎসকদের জয় বলে মনে করি না। ৩-৪ জন অফিসার ট্রান্সফার হয়েছেন, তারা তো পার্মানেন্ট। ট্রান্সফার নিয়ে নাকি ডিস্কো নাচছিল কিনা জানি না।” একাংশ বলছেন, ঘুরিয়ে জুনিয়র চিকিৎসকদেরকে আরও একবার আক্রমণ করলেন তৃণমূলের এই বর্ষিয়ান সাংসদ।

আরজিকরের ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নাগরিক সমাজ যখন আন্দোলনে নেমেছে, তখন তৃণমূলের একটা অংশের পক্ষ থেকে ধেয়ে এসেছে আক্রমণ। আর এবার জুনিয়ার চিকিৎসকদের দাবি মত প্রশাসনে বদল আনতেই ঘুরিয়ে সেই আন্দোলনকারীদেরকেই কটাক্ষ করে বসলেন সৌগত রায়। যার প্রভাবে তৃণমূল হিতে বিপরীতে পড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!