এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রশাসনিক পদ নিয়ে সায়নী ফিরুন আসানসোলে, রাস্তায় নেমে দাবি তৃণমূল সমর্থকদের!

প্রশাসনিক পদ নিয়ে সায়নী ফিরুন আসানসোলে, রাস্তায় নেমে দাবি তৃণমূল সমর্থকদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোট প্রচারে আধুনিকত্ব এনে আসানসোলের মন জয় করে নিয়েছিলেন তিনি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে “স্ট্রিট ফাইটার” বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আসানসোল দক্ষিণ কেন্দ্রে পরাজিত হতে হয় তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষকে। রাজ্যে তৃণমূল সরকার গঠন হলেও, আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের কাছে হেরে যান তিনি। তবে পরাজিত হলেও যাতে সায়নী ঘোষকে কোনো প্রশাসনিক দায়িত্ব দিয়ে আসানসোলে রাখা হয়, এবার তার জন্য দাবি তুলতে শুরু করলেন তৃনমূলের কর্মী-সমর্থকরা।

ইতিমধ্যেই এই ব্যাপারে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা একটি দাবি তুলে রাস্তায় নেমেছেন। যেখানে সায়নী ঘোষের ছবি এবং পোস্টার দিয়ে তাকে আসানসোলে ফিরিয়ে আনার দাবি জানাতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বকনিষ্ঠ শাখা সংগঠনের সদস্যরা। সূত্রের খবর, বুধবার রাতে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রাস্তায় নামেন। যেখানে বার্নপুরের বারি ময়দান এলাকায় সায়নী ঘোষের ছবি এবং পোস্টার নিয়ে “উই ওয়ান্ট সায়নী” বলে আওয়াজ তুলতে দেখা যায় তাদের। কিন্তু কেন তারা এভাবে রাস্তায় নামলেন?

এদিন এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের নেতা পাপাই বন্দ্যোপাধ্যায় বলেন, “সায়নীর প্রচার এবং ব্যবহার আমাদের মন কেড়েছে। আমরা মনে করছি, উনি অন্যায়ের বিরুদ্ধে জোরদার লড়াই করতে পারেন‌। উনি নিজেও আসানসোলের জন্য কিছু করতে চেয়েছিলেন। তাই আসানসোলের কোনো প্রশাসনিক পদে দায়িত্ব দেওয়া হোক, এটা আমরা চাইছি। শীর্ষ নেতৃত্বের কাছে বার্তা দেওয়ার জন্য রাস্তায় নেমেছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের এই ধরনের দাবি নিয়ে রাস্তায় নামার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। দলের ওপরতলায় বার্তা পাঠিয়ে দেওয়ার জন্যই এবং সায়নী ঘোষকে যাতে বড় দায়িত্ব দিয়ে আসানসোলে রেখে দেওয়া যায়, তার জন্যই তৃণমূল ছাত্র পরিষদের এই ধরনের উদ্যোগ বলে মনে করছেন সকলে।

বলা বাহুল্য, ভোটের প্রচারে বারবার ঝড় তুলতে দেখা গেছে সায়নী ঘোষকে। কালবৈশাখীর হাওয়ার মধ্যেও তার প্রচার রীতিমত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত জয়লাভ করতে পারেননি তিনি। যেখানে তাকে পরাজিত করে জয়লাভ করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। কিন্তু তারপরেও যাতে সায়নী ঘোষকে আসানসোলের কোনো বড় দায়িত্ব দিয়ে রেখে দেওয়া যায়, তার জন্য এবার রাস্তায় নেমে পড়ল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

অর্থাৎ কিছুদিনের জন্য আসানসোলে প্রচার করে দলের নেতা-কর্মী থেকে শুরু করে সমর্থকদের মন কেড়ে নিতে যে অনেকটাই সক্ষম হয়েছেন বিশিষ্ট এই অভিনেত্রী, তা বলার অপেক্ষা রাখে না। এখন তৃণমূল ছাত্র পরিষদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে সায়নী ঘোষকে আসানসোলে দায়িত্ব দেওয়ার ব্যাপারে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কি সিদ্ধান্ত গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!